মে মাসে প্রবাসী আয়ে রেকর্ড
Reporter01
101
প্রকাশিত: ০২ জুন ২০২৪
নিজস্ব প্রতিবেদক
মে মাসের ২৯ দিনে ২১৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। যেখানে আগের বছর একই মাসে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিলো। অর্থাৎ বছরের ব্যবধানে মে মাসে প্রবাসী আয় বেড়েছে ৩৮ শতাংশ। এদিকে চলতি অর্থবছরে একাধিকবার ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স আসলেও মে মাসে রেকর্ড অর্থ পাঠিয়েছে প্রবাসীরা। যা ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক সূত্রে প্রবাসী আয়ের এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, মে মাসের ২৪ তারিখ পর্যন্ত ১৭৮ কোটি ৯৭ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা। শেষ পাঁচ দিনে প্রবাসী আয় এসেছে ৩৫ কোটি ৩৩ লাখ ডলার। চলতি অর্থবছরে গত ফেব্রুয়ারিতে সর্বোচ্চ ২১৬ কোটি ৬০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। তবে মে মাসে এ বছরের মধ্যে মাসিক সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড হওয়ার সম্ভবনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্র বলছে, গত এপ্রিলে দেশে ২০৪ কোটি ৩০ লাখ, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ, জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার এসেছিলো। এছাড়া ২০২৩ সালের ডিসেম্বরে ১৯৯ কোটি ১২ লাখ, নভেম্বরে ১৯৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ এবং জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিলো।
গত ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। এর আগের ২০২১-২২ অর্থবছরে আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৬ জুন ২০২৪