ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে সাইফ পাওয়ারটেক


Reporter01
88

প্রকাশিত: ১১ মে ২০২৪
সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে সাইফ পাওয়ারটেক Collected from google



নিজস্ব প্রতিবেদক

বিদায়ী সপ্তাহে (০৫ মে-০৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ২৪০টির শেয়ারদর বেড়েছে। তাতে সপ্তাহ শেষে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। অর্থাৎ সাইফ পাওয়ারটেকের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল শীর্ষে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত সপ্তাহে সাইফ পাওয়ারটেকের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৪২ দশমিক ৪৬ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে কোম্পানিটির সমাপনী মূল্য দাঁড়িয়েছে ২৫ দশমিক ৫০ টাকায়।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফারইস্ট নিটিং এন্ড ডাইংয়ের শেয়ারদর বেড়েছে ৩৬ দশমিক ৬৭ শতাংশ। আর ৩১ দশমিক ২২ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয়স্থানে অবস্থান করেছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিকিউ বলপেনের ২৭ দশমিক ৬৭ শতাংশ, আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ২৫ শতাংশ, রূপালী ব্যাংকের ১৯ দশমিক ৯১ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ১৯ দশমিক ৮২ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৯ দশমিক ০৫ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৮ দশমিক ৪১ শতাংশ এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ১৮ দশমিক ১৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।


আরও পড়ুন:

বিষয়: