ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে ডিএসইর সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা


Reporter01
81

প্রকাশিত: ০৭ মে ২০২৪
ইউরোপীয় স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে ডিএসইর সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা Collected from online



নিজস্ব প্রতিবেদক

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান ইইউ প্রেসিডেন্ট ফর ইউরোপীয় মার্কেটস মি. রোল্যান্ড চাই এবং উওর ইউরোপের নরডিক কান্ট্রীভূক্ত সুইডেনের স্বনামধন্য স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি প্রেসিডেন্ট মি. অ্যাডাম কোস্টিয়ালের সাথে একত্রে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় স্টক এক্সেচেঞ্জগুলোর সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (০৭ এপ্রিল) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের উদীয়মান অর্থনীতি এবং বাংলাদেশের পুঁজিবাজারের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় ডিএসইর চেয়ারম্যান বলেন, বাংলাদেশের পুঁজিবাজার একটি উদীয়মান পুঁজিবাজার।

পরবর্তীতে এদিন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহাম্মদ হাসান বাবু সুইডেনের স্বনামধন্য স্টক এক্সচেঞ্জ নাসডাক স্টকহোম এবি প্রেসিডেন্ট মি. অ্যাডাম কোস্টিয়াল এর সাথে আলাদাভাবে বৈঠক করেন। নাসডাক স্টকহোম এবি’র প্রেসিডেন্ট মি. অ্যাডাম কোস্টিয়াল তাদের প্রোডাক্ট, লিস্টিং এবং ডি-লিস্টিং প্রক্রিয়া, বাজার পরিচালন প্রক্রিয়া এবং এক্সচেঞ্জ পরিচালনার ক্ষেএে নাসডাক স্টকহোম এবি-এর পরিচালনা পর্ষদের ভূমিকা বিষয়ে অবহিত করেন।

এছাড়াও ডিএসইর চেয়ারম্যান পণ্য এবং প্রযুক্তির উন্নয়ন সম্পর্কে নলেজ শেয়ারিং ও সহযোগিতা, বাজার মনিটরিং এবং নজরদারি, ফিনান্সিয়াল লিটারেসি কর্মসূচি প্রসারিতকরণ এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণ ইত্যাদি বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন ক্যাপিটাল মার্কেট পরিচালনার ক্ষেত্রে নাসডাক স্টকহোমের সহযোগিতায় বাংলাদেশের পুঁজিবাজার সমৃদ্ধ হবে।

পরে ড. হাসান বাবু ডিএসই ও নাসডাক স্টকহোম এবি’র পারষ্পরিক সহযোগিতা বিষয়ক একটা সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়েও আলোচনা করেন। একই সাথে ড. হাসান বাবু নাসডাক স্টকহোমর প্রেসিডেন্ট মি. অ্যাডাম কোস্টিয়ালকে তাঁর সুবিধামতো সময়ে বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। নাসডাক স্টকহোম এবি’র প্রেসিডেন্ট ডিএসই’র এই আমন্ত্রণে ভবিষ্যতে ঢাকা স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।


আরও পড়ুন: