ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
০৬ জুন ২০২৪

৬৭৯ কোটি টাকার শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক


Reporter01
122

প্রকাশিত: ০১ মে ২০২৪
৬৭৯ কোটি টাকার শেয়ার ইস্যু করবে রূপালী ব্যাংক Collected from online



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত রূপালী ব্যাংক পিএলসির পর্ষদ ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকার সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটির ৯ম বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সরকারি ইক্যুইটির বিপরীতে রূপালী ব্যাংক ৪৫ কোটি ৩৩ লাখ ৩০ হাজার ২৫৩টি সাধারণ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। যেখানে ৫টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দাম হবে ১৫ টাকা। ফলে আলোচ্য পরিমাণ শেয়ার ইস্যুর মাধ্যমে রূপালী ব্যাংক পুঁজিবাজার থেকে ৬৭৯ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৮০০ টাকা উত্তোলন করবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগের অনুকূলে উল্লেখিত শেয়ার ইস্যু করা হবে।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য কোন লভ্যাংশের সুপারিশ করেনি ব্যাংকটির পর্ষদ। তবে আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯০ পয়সায়।

১৯৮৬ সালে শেয়ারবাজারে আসা রূপালী ব্যাংকের বর্তমানে মোট শেয়ার সংখ্যা ৪৬ কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ২০৫। এর মধ্যে ৯০ দশমিক ১৯ শতাংশ সরকার, ৩ দশমিক ১০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৬ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


আরও পড়ুন:

বিষয়: