ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
০৬ জুন ২০২৪

এবি ব্যাংকের সর্বোচ্চ দরপতন


Reporter01
126

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৪
এবি ব্যাংকের সর্বোচ্চ দরপতন Collected from online



নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি কোম্পানির মধ্যে ৩০৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, রোববার (২৪ মার্চ) এবি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৮০ পয়সা বা ৭ দশমিক ৯২ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নিউ লাইন ক্লোথিংসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৭ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড।

রোববার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- আফতাব অটো, রতনপুর স্টিল, কর্ণফুলী ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এইচ আর টেক্সটাইল, একটিভ ফাইন কেমিক্যালস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।


আরও পড়ুন:

বিষয়: