ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স


Reporter01
106

প্রকাশিত: ০৭ মার্চ ২০২৪
দরপতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স Collected from google



নিজস্ব প্রতিবেদক

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির সর্বোচ্চ দরপতন হয়েছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (৬ মার্চ) ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৬ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫৫ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৪ দশমিক ৮৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেড।

বুধবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, ইনটেক, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, অ্যাডভেন্ট ফার্মা, ফু-ওয়াং ফুডস, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসি।


আরও পড়ুন:

বিষয়: