ঢাকা বৃহস্পতিবার
০৩ এপ্রিল ২০২৫
০৬ জুন ২০২৪

মেয়েকে শেয়ার উপহার দেবেন জিকিউ বল পেনের পরিচালক


Reporter01
154

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪
মেয়েকে শেয়ার উপহার দেবেন জিকিউ বল পেনের পরিচালক Collected from online



নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সালমা হক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। পরিচালক তার মেয়ের কাছে ৩৪ হাজার ৫০০ টি শেয়ার হস্তান্তর করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র মতে, পরিচালক সালমা হকের কাছে থাকা শেয়ারের মধ্যে ৩৪ হাজার ৫০০টি শেয়ার তার মেয়ে সানা হককে (সাধারণ শেয়ারহোল্ডার) উপহার দেবেন। পরিচালক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার মেয়েকে ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে যেয়ে উপহার দিতে পারবেন।


আরও পড়ুন:

বিষয়: