ঢাকা সোমবার
০৯ সেপ্টেম্বর ২০২৪
০৬ জুন ২০২৪

স্বল্প মূলধনী কোম্পানির জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ


নিউজ ডেস্ক
565

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১
স্বল্প মূলধনী কোম্পানির জন্য সার্কিট ব্রেকার নির্ধারণ



স্বল্প মূলধনী কোম্পানি নিয়ে গঠিত স্মল ক্যাপিটাল প্লাটফর্মের সার্কিট ব্রেকার নির্ধারণ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। শেয়ার দরের ভিত্তিতে স্মল ক্যাপ প্লাটফর্মে লেনদেন করা কোম্পানির জন্য নির্ধারিত হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে। নিয়ন্ত্রক সংস্থার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, স্মল ক্যাপিটাল প্লাটফর্মে লেনদেন করা কোম্পানির শেয়ার দর ১০০ টাকা পর্যন্ত ২০% সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে। অর্থাৎ ১০০ টাকার নিচে শেয়ারগুলো সর্বোচ্চ ২০ শতাংশ এবং সর্বনিম্ন ২০ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এছাড়া ১০০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট ব্রেকার হবে ১৮.৫০ শতাংশ। ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির সার্কিট হবে ১৭ শতাংশ। এছাড়া ৫০০ টাকা থেকে ১০০০ টাকা পর্যন্ত শেয়ার দরের কোম্পানির জন্য ১৫.৫০% এবং ১০০০ টাকার ওপরের শেয়ারের কোম্পানির জন্য ১৪ শতাংশ সার্কিট ব্রেকার প্রযোজ্য হবে।

আরও পড়ুন:

বিষয়: