ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

স্ট্যাবিলাইজেশন ফান্ডে ব্যাংকের টাকা জমা নিয়ে বিতর্কের সুযোগ নেই


নিউজ ডেস্ক
181

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১
স্ট্যাবিলাইজেশন ফান্ডে ব্যাংকের টাকা জমা নিয়ে বিতর্কের সুযোগ নেই



শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গঠন করা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে অন্যান্য খাতের কোম্পানির ন্যায় আর্থিক প্রতিষ্ঠানও অবন্টিত লভ্যাংশ জমা দিয়েছে। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএসইসির কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ। তবে সোমবার, ১৩ সেপ্টেম্বর দেশের আর্থিক খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থাদের বৈঠকে বাংলাদেশ ব্যাংক বিএসইসির স্ট্যাবিলাইজেশন ফান্ডে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ফান্ড দিতে নারাজ বলে দু-একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। এ বিষয়ে বিএসইসির কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ বিজনেস আওয়ারকে বলেন, ইতিমধ্যেই স্ট্যাবিলাইজেশন ফান্ডের বোর্ড দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করেছে। যে বোর্ডের দ্বিতীয় সভা সোমবার আইসিবি ভবনে ফান্ড অফিসে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ব্যাংকসহ সব প্রতিষ্ঠান স্ট্যাবিলাইজেশন ফান্ডের ব্যাংক হিসাবে টাকা জমা দিয়েছে। ফান্ডের ব্যবহারে যথাযথ কাজ করা হচ্ছে। এ নিয়ে বিতর্কের সুযোগ নেই।

আরও পড়ুন:

বিষয়: