ক্যাপিটাল মার্কেটের ভবিষ্যৎ ভালো: সালমান এফ রহমান
নিউজ ডেস্ক
164
প্রকাশিত: ২০ জুন ২০২১
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, শেয়ারবাজার ভালো হবে। সরকারের নেওয়া নানা পদক্ষেপের ফলে এ বাজারে নিয়িোগকারীদের মাঝে আস্থা ফিরেছে। পাশাপাশি স্টক এক্সচেঞ্জের লেনদেনও অনেক বেড়েছে।শনিবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'বাজেট পরবর্তী আলোচনা ও শেয়ারবাজারের উন্নয়নের পথ' শীর্ষক অনলাইন সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, 'আমাদের ক্যাপিটাল মার্কেটের বেসিক সমস্যা ছিল যে এখানে বন্ড মার্কেট ছিল না। যা একটি শক্তিশালী অর্থনীতির জন্য খুবই প্রয়োজন। সেটি এখন চালু হয়েছে। এখন বহু ব্যাংক ও কোম্পানি এখান থেকে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে।'তিনি বলেন, 'ক্যাপিটাল মার্কেটকে এগিয়ে নিতে বিএসইসি অনেকগুলো পদক্ষেপ নিয়েছে; যা নেওয়া প্রয়োজন ছিল। আমার যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে ক্যাপিটাল মার্কেটের ভবিষ্যৎ অনেক ভালো হবে।'
'এখানকার বন্ড মার্কেটে আরও বিনিয়োগ বাড়বে। সরকারও তার বড় বড় প্রকল্পে অর্থ সংগ্রহ করতে পারবে এই বন্ড মার্কেট থেকে যদি এটাকে সুপ্রতিষ্ঠিত করা যায়,' যোগ করেন তিনি।সালমান এফ রহমান আরও বলেন, 'মার্কেট ভালো হওয়ার সাথে সাথে সবার দায়িত্ব অনেক বেড়ে যাবে। বিশেষ করে স্টক এক্সচেঞ্জের দায়িত্ব অনেক বাড়বে। তাদের ম্যানেজমেন্ট সক্ষমতা বাড়াতে হবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরিফ আনোয়ার হোসাইন ও এএমসি অ্যাসোসিয়েশনের সভাপতি ড. হাসান ইমাম অংশগ্রহণ করেন।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪