ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

আজ চাঁদ দেখা না গেলে বৃহস্প‌তিবারও পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা


নিউজ ডেস্ক
164

প্রকাশিত: ১২ মে ২০২১
আজ চাঁদ দেখা না গেলে বৃহস্প‌তিবারও পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা



স্টাফ রিপোর্টার : ঈদের আগে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম বুধবার, ১২ মে শেষ হ‌বে। বৃহস্পতিবার, ১৩ মে থে‌কে ঈদের তিন দি‌নের ছু‌টি শুরু হ‌বে। ত‌বে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে বৃহস্প‌তিবারও পোশাকশিল্প এলাকায় ব্যাংক খোলা থাক‌বে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রমজান মাস ২৯ দিন হিসেব করে ঈদুল ফিতরের ছুটি নির্ধারণ করা হয়। রোজা একদিন বাড়লে ছুটিও একদিন বাড়ে। সে অনুযায়ী বুধবার থেকে ঈদের ছুটি থাকার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে এক দিন পর এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তাই এবার সরকারি ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকে। এ কার‌ণে আগে থে‌কেই কেন্দ্রীয় ব্যাংক বুধবার পর্যন্ত ব্যাংক খোলা রাখার নি‌র্দেশনা দি‌য়ে‌ছিল। এ বিষ‌য়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম ব‌লেন, গ্রাহ‌কের সুবিধার্থে ব্যাংক খোলা র‌য়ে‌ছে। আজ য‌দি চাঁদ না ওঠে তাহ‌লে রোজা ৩০টা হ‌বে। আগের নি‌র্দেশনা অনুযায়ী সার্কুলা‌রে উল্লেখিত পোশাকশিল্প এলাকায় ব্যাংকের সংশ্লিষ্ট শাখা বৃহস্প‌তিবার ‌খোলা থাক‌বে। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন ভাতা নিশ্চিত কর‌তেই এ নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। এর আগে গত ৬ মে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় জানায়, ঈদের পূর্বে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক/কর্মচারী/কর্মকর্তাদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বাণিজ্য অব্যাহত রাখার স্বার্থে ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাকশিল্প এলাকার তফসিলি ব্যাংকের পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে পরিপালন নিশ্চিত করে ১০ মে থেকে ১৩ মে (১৪ মে ২০২১ তারিখে ঈদ হওয়া সাপেক্ষে) খোলা রাখতে হবে।

আরও পড়ুন:

বিষয়: