ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

পণ্য নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করল এইচআর হেরা


নিউজ ডেস্ক
256

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২১
পণ্য নিয়ে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করল এইচআর হেরা



বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম বন্দর থেকে ৫৫৫ টিইইউস  (টুয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিটস) রপ্তানি পণ্যের কন্টেইনার নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি।

এর আগে গত ৫ এপ্রিল ৮৩৬ টিইইউস রপ্তানি পণ্য নিয়ে কর্ণফুলী গ্রুপের আরেকটি ফিডার ভ্যাসেল এমভি এইচআর রিয়া সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আন্তর্জাতিক সমুদ্র পথে চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর- কলম্বো, পোর্টকেলাং বন্দরে চলাচলের জন্য কর্ণফুলী গ্রুপ দুটি ফিডার ভ্যাসেল চালু করে। এর আগে গত বছরের জুন থেকে চালু হয় দুটি ফিডার ভ্যাসেল 'সাহারে' ও 'সারেরা'। এরা চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর বন্দর ও মালয়েশিয়ার কেলাং বন্দরে আমদানি-রপ্তানি পণ্যবাহী কনটেইনার আনা-নেওয়া করে।

কর্ণফুলী গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এইচ আর লাইনের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা  বলেন, 'বুধবার সকালে এইচআর হেরা কলম্বোর উদ্দেশ্যে যাত্রা করেছে। জাহাজটির ১৪৪৫ টিইইউস ধারণ ক্ষমতা অনুযায়ী রপ্তানি পণ্যের অর্ডার থাকলেও কলম্বোয় মাদার ভ্যাসেলের শিডিউল পেতে চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে হয়েছে। আগামী ১১ এপ্রিল জাহাজটি কলম্বো পৌঁছানোর কথা রয়েছে। দুটি ফিডার ভ্যাসেলেই আমরা ভালো সাড়া পেয়েছি'।

প্রসঙ্গত, বাংলাদেশে গভীর সমুদ্র বন্দর না থাকায় চট্টগ্রাম সমদ্র বন্দরে বড় কন্টেইনারবাহী জাহাজ ভিড়তে পারে না। ফলে আন্তর্জাতিক রুটে কন্টেইনারবাহী পণ্য পরিবহনের জন্য ছোট জাহাজের উপর নির্ভর করতে হয়। এসব জাহাজে করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনারবাহী পণ্য নিয়ে সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীনসহ বিভিন্ন দেশের বন্দরে ট্রানজিট সুবিধা নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানো হয়। এসব জাহাজকে ফিডার ভ্যাসেল হিসেবে অভিহিত করা হয়। চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও চীনের বন্দরগুলোতে বিদেশী ২২টি ফিডার অপারেটর ৮৪টি কন্টেইনার জাহাজের মাধ্যমে ট্রানজিট রুটে পণ্য পরিবহন করে। দেশীয় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে কর্ণফুলী গ্রুপ বাংলাদেশি পতাকাবাহী ৪টি ফিডার ভ্যাসেল পরিচালনা করছে। শীঘ্রই তাদের বহরে যুক্ত হবে আরো দুটি ফিডার ভ্যাসেল।


আরও পড়ুন:

বিষয়: