ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

শেয়ারবাজারে লকডাউন গুজব থামাতে বিএসইসির বিজ্ঞপ্তি


নিউজ ডেস্ক
214

প্রকাশিত: ২২ মার্চ ২০২১
শেয়ারবাজারে লকডাউন গুজব থামাতে বিএসইসির বিজ্ঞপ্তি



শেয়ারবাজারে লকডাউনের ‘গুজব’ থামাতে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাকালসহ যেকোনো সময় ব্যাংকের কার্যক্রম চালু থাকলে শেয়ারবাজারের লেনদেনও অব্যাহত থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের স্বাক্ষরে আজ সোমবার দুপুরে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
লকডাউনের গুজবে গত বৃহস্পতিবার ও রোববার পরপর দুদিন শেয়ারবাজারে বড় দরপতন ঘটে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ।
এর আগে লকডাউনের গুজবে গত বৃহস্পতিবার ও রোববার পরপর দুদিন শেয়ারবাজারে বড় দরপতন ঘটে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৬ পয়েন্ট বা ৩ শতাংশ। করোনার প্রকোপ বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে আবারও আলোচনায় এসেছে লকডাউন প্রসঙ্গ। সরকার লকডাউনের ঘোষণা দিলে শেয়ারবাজারের লেনদেনও আবার বন্ধ হয়ে যেতে পারে—এমন গুজবে গত দুদিন বড় দরপতনের ঘটনা ঘটে। আজও বড় ধরনের পতন দিয়ে লেনদেন শুরু হয়েছিল বাজারে। এ অবস্থায় বিএসইসি লকডাউনের গুজব থামাতে দুপুরের পর বিজ্ঞপ্তি প্রকাশ করে। যদিও আজ দিন শেষে লেনদেন শেষ হয়েছে সূচকের উত্থানে।

আরও পড়ুন:

বিষয়: