বিএসইসি ও ডিবিএ’র মধ্যে বৈঠক আজ
নিউজ ডেস্ক
148
প্রকাশিত: ২১ মার্চ ২০২১
স্টাফ রিপোর্টার : শেয়ারবাজার নিয়ে আলোচনা করতে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও শীর্ষ ১০ ব্রোকারের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ, ২১ মার্চ বিকাল ৫টায় কমিশনে এই বৈঠক শুরু হবে।
বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ড. শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, আমরা যেদিন কমিশনের দায়িত্ব নিয়েছি, সেদিনই শেয়ারবাজার ভবিষ্যতে বন্ধ হবে না বলে জানিয়েছি। এ বিষয়ে আমরা বদ্ধ পরিকর। তারপরেও সম্প্রতি একটি মহল করোনা বৃদ্ধির কারনে শেয়ারবাজার বন্ধ হয়ে যাবে বলে গুজব ছড়িয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারে। এই গুজবের কারনেই মূলত গত বৃহস্পতিবার বাজারে বড় পতন হয়েছে।
এই গুজবের বিষয়ে ব্রোকারদের সচেতন করার লক্ষ্যেই মূলত এই বৈঠক করবেন বলে জানান বিএসইসির এই কমিশনার। তিনি বলেন, আমরা ব্রোকারদের নিশ্চিত করতে চাই যে আগামিতে শেয়ারবাজার করোনার কারনে বন্ধ হবে না।
বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, শেয়ারবাজার বন্ধের গুজবের পাশাপাশি অন্যান্য বিষয়ও কালকের (২১ মার্চ) বৈঠকে আলোচনা করা হবে। বৈঠকে শেয়ারবাজারের চলমান অবস্থা নিয়ে আলোচনা করা হবে। বাজারে সবার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে নেওয়ার লক্ষ্যে করণীয় নিয়েও আলোচনা করা হবে।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪