ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

সম্পদের পূণমূল্যায়ন করবে মোজাফফর হোসাইন


নিউজ ডেস্ক
153

প্রকাশিত: ০৮ মার্চ ২০২১
সম্পদের পূণমূল্যায়ন করবে মোজাফফর হোসাইন



স্টাফ রিপোর্টার : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের আর্থিক হিসাবে আপত্তি জানিয়েছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই আপত্তি জানিয়েছেন। নিরীক্ষক জানিয়েছেন, আর্থিক হিসাবে দেখানো স্থায়ী সম্পদের দর ও বাজার দরের মধ্যে যেনো উল্লেখযোগ্য পার্থক্য বা ব্যবধান না হয়, সেকারনে পূণ:মূল্যায়ন (রিভ্যালুয়েশন) করতে হয়। কিন্তু মোজাফফর হোসাইন কর্তৃপক্ষ ২০১১ সাল থেকে পূণমূল্যায়ন করেনি। এদিকে মোজাফফর হোসাইন স্পিনিং মিলসের কোম্পানি সচিব হারিস আলম স্টক টাইমসকে বলেন, পূণমূল্যায়ন করলে সম্পদের দাম বর্তমানের তুলনায় বেড়ে যাবে। এতোদিন পূণমূল্যায়ন করা হয়নি। তবে ২০২০-২০২১ অর্থবছরে পূণমূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মোজাফফর হোসাইনের পরিশোধিত মূলধনের পরিমাণ ১০০ কোটি ৯৯ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬০.৩৯ শতাংশ। কোম্পানিটির রবিবার, ০৭ মার্চ লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ১৪.১০ টাকায়।

আরও পড়ুন:

বিষয়: