সহজ শর্তে ঋণ সুবিধা চায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান
নিউজ ডেস্ক
239
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ ব্যাংকের কাছে; বিনা সুদে বা স্বল্প সুদে সরাসরি ঋণ চায় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো (এমএফআই)। এতে বর্তমান কোভিড পরিস্থিতিতে গ্রাহক পর্যায়ে কম সার্ভিস চার্জে ক্ষুদ্র ঋণ বিতরণ করা সম্ভব হবে বলে দাবি করছেন তারা। ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলোর মতে, তারা বর্তমান কোভিড পরিস্থিতিতে তারল্য সংকটের সম্মুখীন হচ্ছে। তারল্য সংকটে মেটাতে এবং পুনঃঋণ দিতে ব্যর্থ হলে, তারা গ্রাহকদের কাছে আস্থা হারিয়ে নতুন সংকটে পড়বে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশে ক্ষুদ্র ঋণদাতাদের নেটওয়ার্ক ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) আয়োজিত ২০২১ সালের আঞ্চলিক সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।"ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন মাইক্রোফাইন্যান্স অ্যান্ড এমএফআই'স" শীর্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন সিডিএফের চেয়ারমান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা পপির নির্বাহী পরিচালক মুর্শেদ আলম সরকার।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রোগ্রাম হেড তানভীর রহমান ঢালী। মুর্শেদ আলম সরকার বলেন, করোনা পরিস্থিতি কারণে দীর্ঘদিন মাঠ পর্যায়ের কার্যক্রম বন্ধ থাকায় এমএফআইগুলো বিপুল পরিমাণ অর্থ আদায় থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি নিয়মতিভাবে এ সময়ের জন্য সব ব্যয়ও বহন করতে হয়েছে। ফলে এমএফআইগুলোর বিপুর পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় ছোট ও মাঝারি অনেক এমএফআই প্রতিষ্ঠানের মূলধন ক্ষয় হবে। এর প্রভাব পড়বে এমএফআইগুলোর বহিঃউৎস থেকে ঋণগ্রহণ সক্ষমতার উপর। সিডিএফের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, বাংলাদেশ ব্যাংকসহ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), তফসিলি ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই পরিস্থিতিতে সহজ শর্তে এবং নমনীয় সুদে বা সুদবিহীন বিশেষ প্যাকেজ নিয়ে এগিয়ে আসতে হবে। এর ফলে গ্রাহকরা ও সহজ শর্তে ও নমনীয় সুদে ঋণ নিতে পারবে।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতি সচল রাখার প্রয়োজনে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এমএফআইগুলো মাঠ পর্যায়ে কৃষি খাতে ঋণ বিতরণ শুরু করছে। এসময় কৃষি খাতে আরও ১০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজও ঘোষণা করা দরকার।
প্রধান অতিথির বক্তব্যে, ব্যুরো বাংলাদেশের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, মাঠ পর্যায়ে লক্ষ্য অনুযায়ী ঋণ সরবরাহ আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কিছু আইন ও বিধিমালা সংশোধন করা প্রয়োজন, এতে ঋণ বিতরণ সহজ হবে।এসময় এমএফআইগুলো তাদের আর্থিক সংকট দূর করতে সরকারের কাছে নগদ অর্থ সহায়তা চাওয়ার পরামর্শ দেন সাংবাদিক খাজা মাইনউদ্দিন ।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৬ জুন ২০২৪