ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বড় পতনের পর বড় উত্থান


নিউজ ডেস্ক
149

প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২১
বড় পতনের পর বড় উত্থান



টানা দুই দিন বড় দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২২ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪০০ পয়েন্ট। তবে সূচক বাড়লেও গত কার্যদিবসের চেয়ে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৬৮৩ কোটি ৩০ লাখ টাকার। গত কার্যদিবস লেনদেনের পরিমাণ ছিল ৭৮৯ কোটি ৮০ লাখ টাকার। আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০টির। কমেছে মাত্র ১৭টি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত আছে ৯২টির দর। চলতি সপ্তাহের প্রথম দুই কার্যদিবস ব্যাপক দরপতন হয় ডিএসইতে। প্রথম দিন ডিএসই সূচকটি কমে ১৪৩ পয়েন্ট বা আড়াই শতাংশের বেশি। গতকাল সোমবার কমে ১২৮ পয়েন্ট বা সোয়া ২ শতাংশের বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল হারায় ৩৯৭ পয়েন্ট বা প্রায় আড়াই শতাংশ পয়েন্ট। তবে সপ্তাহের তৃতীয় দিনে এসে আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৮৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরেই রয়েছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৪৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরেই আছে রবি আজিয়াটা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, লঙ্কাবাংলা ফিন্যান্স, সামিট পাওয়ার, লাফার্জহোলসিম, এনার্জিপ্যাক পাওয়ার, স্কয়ার ফার্মা ও মীর আকতার হোসেন লিমিটেড। দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো অ্যাপোলো ইস্পাত, ডমিনেজ স্টিল, ফুয়াং সিরামিকস, মাইডাস ফাইন্যান্স, মীর আকতার হোসেন, লঙ্কাবাংলা ফাইন্যান্স, অ্যাসোসিয়েটস অক্সিজেন লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস। অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬০টির। কমেছে মাত্র ২৮টি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত আছে ৫৯টির দর।

আরও পড়ুন:

বিষয়: