বড় উত্থানের পর বড় পতন
নিউজ ডেস্ক
141
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২১
টানা তিন দিন উত্থানের পর কিছুটা মূল্য সংশোধন হয়েছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৯১ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৪৯ পয়েন্ট।
এখন থেকে শেয়ারবাজারে এক মাসের মধ্যে যেসব কোম্পানির শেয়ারের দাম ৫০ শতাংশ বাড়বে বা কমবে, সেসব কোম্পানির বিরুদ্ধে তদন্ত হবে। এ বিষয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। গতকাল মঙ্গলবার স্টক এক্সচেঞ্জ দুটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার (সিআরও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, ওই সিদ্ধান্তের কিছুটা প্রভাব দেখা গেছে আজ শেয়ারবাজারে।
ডিএসইতে আজ হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৪৮টির, অপরিবর্তিত আছে ৫৫টির। মোট লেনদেন হয়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা।
গতকাল লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১৪২ পয়েন্ট। মোট লেনদেন হয় ১৯৮২ কোটি ৬৪ লাখ টাকার। গত তিন কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ২৪০ পয়েন্ট। নয় কার্যদিবস ধরেই লেনদেন ১ হাজার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বলা যায়, ২০১০ সালের অবস্থানে রয়েছে এখন লেনদেন পরিস্থিতি।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো রবি, বেক্সিমকো লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, আইএফআইসি, সামিট পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা ও বিএটিবিসি।
দর বৃদ্ধির তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, এশিয়া ইনস্যুরেন্স লিমিটেড, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, এমজেএল বাংলাদেশ লিমিটেড, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান, রেকিট বেনকাইজার, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এনভয় টেক্সটাইল।
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মেঘনা কনডেনসড মিল্ক, বিআইএফসি, এমারেল্ড অয়েল, তাল্লু স্পিনিং, শাইনপুকুর সিরামিকস লিমিটেড, ফ্যামিলি টেক্সটাইল, আইসিবিআই ব্যাংক, বে লিজিং, গোল্ডেন সন ও এসএস স্টিল।
অন্যদিকে, সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ১৯৮টির, অপরিবর্তিত আছে ৩৩টির।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪