ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বিশ্বজুড়ে দাম বাড়ছে রড তৈরির কাঁচামালের


নিউজ ডেস্ক
167

প্রকাশিত: ৩০ জানুয়ারীজানুয়ারী ২০২০
বিশ্বজুড়ে দাম বাড়ছে রড তৈরির কাঁচামালের



করোনাকালে চীনে বিলেট রপ্তানির মধ্য দিয়ে সুখবর দিয়েছিলেন ইস্পাত খাতের উদ্যোক্তারা। নতুন রপ্তানি আদেশ নিয়েও আলোচনা চলছিল। কিন্তু এমন সুখবরের উল্টো পিঠেই এখন নতুন সংকটের হাতছানি। কারণ বিশ্বজুড়ে ইস্পাত তৈরির কাঁচামালের দাম বেড়ে গেছে এবং ঠিকমতো পাওয়াও যাচ্ছে না। তাই এটির আমদানি নিয়ে দেশীয় উদ্যোক্তারা বড় দুশ্চিন্তায় পড়েছেন। বর্তমান পরিস্থিতিতে রপ্তানির বদলে অবকাঠামো নির্মাণের আসন্ন মৌসুমে দেশীয় চাহিদা মেটানো নিয়েইনিয়েই সংশয় তৈরি হয়েছে।
করোনার ধকল কিছুটা সামলে নিয়ে দেশে অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডের গতি বেড়েছে। আসন্ন শুষ্ক মৌসুমে নির্মাণ কর্মকাণ্ড আরও জোরদার হবে, এমন আশায় সংশ্লিষ্ট সবাই। রডসহ ইস্পাত পণ্যগুলোর চাহিদাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ঠিক এই সময়েই কিনা রড তৈরির কাঁচামাল আমদানিতে অনিশ্চয়তা দেখা দিল, যা এই শিল্পে শঙ্কার ছায়া ফেলছে। প্রতিবছর শুষ্ক মৌসুমের আগে ইস্পাত পণ্যের কাঁচামাল আমদানি ২০-২৫ শতাংশ বাড়ে। তবে এবার উল্টো কমেছে। চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রড তৈরির কাঁচামাল পুরোনো লোহার টুকরা আমদানি হয়েছে ১০ লাখ ৯২ হাজার টন, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪২ শতাংশ কম। উদ্যোক্তারা মনে করেন, আগামী বছরের মাঝামাঝির আগে কাঁচামাল সহজে পাওয়ার আশা কম। একক খাত হিসেবে ইস্পাত শিল্প খাতে উৎপাদিত পণ্যের বার্ষিক বিক্রির পরিমাণ ৪৫ হাজার কোটি টাকা। এই খাতের সঙ্গে সিমেন্ট, রংসহ আরও বহু উৎপাদনমুখী খাতের প্রবৃদ্ধি নির্ভর করে। সে জন্য এই খাতে কোনো সমস্যা হলে উন্নয়ন কর্মকাণ্ডেও এর বড় প্রভাব পড়ে। আবার দাম বাড়লে অবকাঠামো নির্মাণের ব্যয়ও বেড়ে যায়। করোনার সময় চাহিদা কমায় দাম কমেছে বটে। তবে এখন আর করোনার আগের দামে বিক্রি হচ্ছে না রড। নতুন করে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এই খাতে আবার প্রভাব পড়বে।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এক-দেড় মাসের ব্যবধানে বিশ্ববাজারে রড তৈরির কাঁচামাল পুরোনো লোহার টুকরার টনপ্রতি দাম ১০০ ডলার বেড়েছে। দেশে মজুতও গতবারের তুলনায় এবার অনেক কম। এই সংকটে অনেক কারখানায় উৎপাদন অব্যাহত রাখাই কঠিন হয়ে পড়বে। এ থেকে বের হতে হলে পুরোনো লোহার টুকরা আমদানিতে শর্ত শিথিল ও শুল্ক-কর সাময়িক কমানোর প্রস্তাব করেন তিনি।
বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এক-দেড় মাসের ব্যবধানে বিশ্ববাজারে রড তৈরির কাঁচামাল পুরোনো লোহার টুকরার টনপ্রতি দাম ১০০ ডলার বেড়েছে। দেশে মজুতও গতবারের তুলনায় এবার অনেক কম।
রড তৈরির কাঁচামাল আমদানি হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আমদানির তথ্যে দেখা যায়, বিশ্বের প্রায় অর্ধশত দেশ থেকে কনটেইনারে ও পুরো জাহাজ বোঝাই করে কাঁচামাল আমদানি হয়। তবে সবচেয়ে বেশি আমদানি হয় উন্নত দেশগুলো থেকে। কারণ সেখানে পুরোনো অবকাঠামো ভেঙে নতুন উন্নত অবকাঠামো হচ্ছে। ভাঙাভাঙির ফলে পুরোনো লোহার টুকরা পাওয়া যাচ্ছে, যা রড তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বছর সবচেয়ে বেশি পুরোনো লোহার টুকরা আমদানি হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে। মোট আমদানির ৩০ শতাংশ এসেছে দেশ দুটি থেকে। এ ছাড়া জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও মালয়েশিয়া থেকে পুরোনো লোহার টুকরা আমদানি হয়।
 

আরও পড়ুন:

বিষয়: