জাতীয় শোক দিবসে ডিএসই’র দোয়া মাহফিল
নিউজ ডেস্ক
125
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২০
স্টাফ রিপোর্টা : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে শনিবার, ১৫ আগস্ট দুপুরে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড ভার্চুয়্যাল পদ্ধতিতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
ডিএসই চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান-এর সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম৷
স্মরণসভা ও দোয়া মাহফিলে অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শেয়ারহোল্ডার প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড, ডিবিএ’র পরিচালনা পর্ষদ, নবগঠিত সেন্ট্রাল কাউন্টার পার্টি অব বাংলাদেশ (সিসিবিএল), ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ(সিডিবিএল) এর পরিচালনা পর্ষদসহ, আইসিবির প্রতিনিধি, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্যবৃন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের নির্বাহী সদস্যবৃন্দ, বিএপিএলসি), তালিকাভুক্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধি, ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।
উক্ত স্মরণসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে বক্তব্য রাখেন: বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মিজানুর রহমান, সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ডিএসই’র পরিচালক অধ্যাপক ড. মাসুদুর রহমান, মোঃ রকিবুর রহমান, সিএসই’র প্রেসিডেন্ট আসিফ ইব্রাহীম, সিডিবিএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, ভাইস প্রেসিডেন্ট এ কে এম নূরুল ফজল বুলবুল, ডিবিএ’র প্রেসিডেন্ট শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসই’র সাবেক পরিচালক মনোয়ারা হাকীম আলী।
সবশেষে হাজার বছরের শেষ্ঠ্ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ, যারা ১৯৭৫ সালের এই দিনে নির্মমভাবে শহীদ হন, তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪