সাভার শিল্প নগরী বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
226
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০
স্টাফ রিপোর্টার : সাধারণ ছুটির আওতায় আগামী ৪ এপ্রিল পর্যন্ত দেশে তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার আহ্বান জানিয়েছে (বিজিএমই)।
বৃহস্পতিবার, ২৬ মার্চ পোশাক মালিকদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। তবে, কোন মালিক চাইলে শ্রমিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে কারখানা চালু রাখতে পারবেন। এ ক্ষেত্রে শ্রমিকদের সব দায়িত্ব মালিককে নিতে হবে।
এদিকে বিজিএমইর আহ্বান সাড়া দিয়ে সাভার শিল্প নগরী বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শনিবার. ২১ মার্চ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পোশাক শ্রমিকদের রক্ষা করতে পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করার দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে শ্রমিকদের বেতনসহ ছুটি দিতে সরকার ও পোশাক শিল্পমালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতারা।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার, সাধারণ সম্পাদক জুলহাস নাইন ও সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান। তারা সাময়িকভাবে কারখানা বন্ধের পাশাপাশি পোশাকশ্রমিকদের চলতি মাসের মজুরি, যাতায়াত ভাতাসহ অন্যান্য নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৬ জুন ২০২৪