পাঁচ দিনব্যাপী কারুশিল্প প্রদর্শনী শুরু
নিউজ ডেস্ক
180
প্রকাশিত: ২৮ মে ২০১৯
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে রাজধানীর মতিঝিলে বিসিক ভবন চত্বরে চলছে পাঁচ দিনব্যাপী ‘বর্ষামেলা ১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’। অতি সম্প্রতি বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ এ বর্ষামেলা ও প্রদর্শনী’ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান। স্বাগত ভাষণ দেন প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান। এ সময় বিসিকের পরিচালক পর্ষদের অন্যান্য সদস্য, ঊর্ধতন কর্মকর্তা ও মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, বিসিকের নকশা কেন্দ্র বাংলাদেশের নকশা বিবর্তনের প্রতিকৃৎ। কারণ এ নকশা কেন্দ্রে কাজ করে গেছেন স্বনামধন্য কারুশিল্পী পটুয়া কামরুল হাসান, শিল্পী কাইয়ুম চৌধুরী ও শিল্পী এমদাদ হোসেনের মতো বহু জ্ঞানীগুণী শিল্পীরা। বিসিকের এ নকশা কেন্দ্র নতুন নতুন নকশা উদ্ভাবনসহ ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প খাতের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণন সহায়তা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন দেশব্যাপী ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতের উন্নয়নে বিসিক দীর্ঘদিন উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সেবা-সহায়তা প্রদান করে আসছে। ক্ষুদ্র ও কুটিরশিল্পের উন্নয়ন ও বিকাশ ঘটিয়ে উৎপাদন, আয়বৃদ্ধি ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বিসিকের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিসিকের প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান বলেন, বিসিকের নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক, প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুননশিল্প ও ফ্যাশন ডিজাইন প্রভৃতি ১৪টি ট্রেডে এ পর্যন্ত ২৮ হাজার ৪১৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। নকশা ও নমুনা উদ্ভাবন ও বিতরণ করা হয়েছে যথাক্রমে ৩৩ হাজার ১২৪ এবং ৬৮ হাজার ৬০টি। এ পর্যন্ত মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ১৭৩টি।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৬ জুন ২০২৪