মাহবুবুল আলম চিটাগং চেম্বারের সভাপতি পুণঃনির্বাচিত
নিউজ ডেস্ক
122
প্রকাশিত: ২৩ মে ২০১৯
চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০ ও ২০২০-২১ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার, ২২ মে নির্বাচন কমিশনের চেয়্যারম্যান শাহজাদা ফৌজুল মবিন খানের সভাপতিত্বে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চেম্বার কার্যালয়ে নবনির্বাচিত বোর্ড অব ডিরেক্টর্সের এক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের সভায় সর্বসম্মতিক্রমে মাহবুবুল আলম সভাপতি, ওমর হাজ্জাজ সিনিয়র সহসভাপতি ও তরফদার মো. রুহুল আমিন সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, পরিচালক নির্বাচনের লক্ষ্যে গত ২১ মার্চ ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা গত ৫ মে শেষ হয়। উক্ত সময়ের মধ্যে অর্ডিনারির ক্যাটেগরিতে ১২টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী, অ্যাসোসিয়েট গ্রুপে ছয়টির বিপরীতে ছয়জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে তিনটি পদের বিপরীতে তিনজন এবং ট্রেড গ্রুপে তিনটি পদের বিপরীতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন; যা যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক বৈধ বলে গৃহীত হয়।
পরবর্তীতে ১৯ মে মনোনয়ন প্রত্যাহারে শেষদিনে অর্ডিনারি ক্যাটেগরিতে দুজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় নির্বাচন বোর্ড অবশিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪