শেয়ারবাজার শক্তিশালীকরণে সব কিছুই করা হবে : অর্থমন্ত্রী
নিউজ ডেস্ক
157
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯
স্টাফ রিপোর্টার : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, একটা দেশের অর্থনীতি যত শক্তিশালী হয়, তার প্রতিফলনটা আমরা দেখতে পাই শেয়ারবাজারে। পৃথিবীর সারাদেশেই এভাবে শেয়ারবাজার আর অর্থনীতি সম্পৃক্ত থাকে। আমাদের দেশের অর্থনীতি অত্যন্ত চাঙা ও শক্তিশালী। তাই শেয়ারবাজার শক্তিশালী করার জন্য যা যা করার তাই করা হবে।
রবিবার, ২৮ এপ্রিল বিকেলে একাদশ জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য আহসানুল হক টিটুর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'আমাদের এগিয়ে যাওয়া থমকে যাবে, যদি আমাদের শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করতে না পারি। আমি বলব, শেয়ারবাজারটি এখন নিয়ন্ত্রণে নাই। তবে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নাই, এটা বলব না। তবে শেয়ারবাজারে যে সকল সমস্যা আছে, এরইমধ্যে আমরা চিহ্নিত করেছি। সবগুলোই এক এক করে সমাধান দেব।'
এ সময় প্রশ্নকারীকে আশ্বস্ত করে মন্ত্রী বলেন, 'আমি আশ্বস্ত করতে পারি, সরকার অর্থনৈতিক এলাকায় যেমনিভাবে চিন্তা করে, তেমনি শেয়ারবাজার নিয়েও ততটা যত্নশীল। আমি নিজেও শেয়ারবাজারের সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদের সবাইকে নিয়ে এক দুই দফা মিটিং করেছি, আরও মিটিং করব। মিটিং করে শেয়ারবাজারকে আর ১০টি দেশে যেভাবে চলে, সেইভাবেই চালাবার জন্য চেস্টা করব। আমাদের বিচ্যুতিগুলো অবশ্যই দূর করব।'
আসন্ন বাজেটে শেয়ারবাজারে জন্য প্রণোদনা থাকবে কি না এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, 'আগামী বাজেটে শেয়ারবাজারের জন্য প্রণোদনা থাকবে। কতটা থাকবে সেটা এই মুহূর্তে বলতে পারব না। তবে শেয়ারবাজারকে শক্তিশালী করার জন্য যাই কিছু করার প্রয়োজন তাই ব্যবস্থা করব।
আরও পড়ুন:
অথনীতি সম্পর্কিত আরও
প্রচ্ছন্ন রপ্তানিতে নগদ প্রণোদনা চায় বিজিএপিএমইএ
১৩ জুন ২০২৪
ক্যাপিটাল গেইনে কর আরোপ প্রস্তাব থাকছেনা চূড়ান্ত বাজেটে
১২ জুন ২০২৪
ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
১১ জুন ২০২৪
ইউরোপসহ ৩৮ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের আম
১০ জুন ২০২৪
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা উপকৃত হবেন: অর্থমন্ত্রী
০৮ জুন ২০২৪
৮ লাখ কোটি টাকার বাজেট পেশ আজ
০৬ জুন ২০২৪