ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

রবিবার লেনদেনের শীর্ষে জ্বালানি, প্রকৌশল এবং ইন্সুরেন্স খাত


নিউজ ডেস্ক
107

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯
রবিবার লেনদেনের শীর্ষে জ্বালানি, প্রকৌশল এবং ইন্সুরেন্স খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) রবিবার (১০ ফেব্রুয়ারী,১৯) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুয়েল এ্যান্ড পাওয়ার খাতে। বাজারে মোট লেনদেনে ১৬.৫৬% অবদান নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করলেও গত দিনের তুলনায় খাতটির অবদান ১.৬১% কম । ডিএসইতে গতকাল খাতটির অবদান ছিল ১৮.১৭%। ফুয়েল এ্যান্ড পাওয়ার খাতে টাকায় সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ প্রায় ১ কোটি ৬২ লাখ ৬ হাজার ৫ টি শেয়ার লেনদেন হয়েছে । এদিকে আজ ফুয়েল এ্যান্ড পাওয়ার খাতের ১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৬টির এবং অপরিবর্তত রয়েছে ৩ টির। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে প্রকৌশল এবং ইনস্যুরেন্স। প্রকৌশল খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ১৩.৩৮% যা গত দিনের চেয়ে ৩.১৬% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছেমুন্নউ জুট স্টাফলার লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ৭৯ হাজার ৯৪৮ টি শেয়ার লেনদেন হয়েছে । প্রকৌশল খাতের ৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫টির, কমেছে ২২টির। ইন্সুরেন্স খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১০.৫৯% যা গত দিনের চেয়ে ৩.৬% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনার বাংলা ইন্সুরেন্সের শেয়ার। কোম্পানিটির আজ ২ কোটি ৭৪ লাখ ২ হাজার ৫১১ টি শেয়ার লেনদেন হয়েছে। ইন্সুরেন্স খাতের ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ১৮টির।  

আরও পড়ুন:

বিষয়: