ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

জানুয়ারিতে বিও হিসাব বেড়েছে প্রায় ৩৯ হাজার : সিডিবিএল


নিউজ ডেস্ক
109

প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৯
জানুয়ারিতে বিও হিসাব বেড়েছে প্রায়  ৩৯ হাজার : সিডিবিএল



স্টাফ রিপোর্টার: চলতি বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারীদের প্রবেশ বেড়েছে। জানুয়ারি মাসে ৩৯ হাজার নতুন বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খুলেছে বিনিয়োগকারীরা। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সিডিবিএল সূত্র জানায়, ৩০শে ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত বিও হিসাব ছিল ২৭ লাখ ৭৮ হাজার ৭৯৬টি। আর ৩০শে জানুয়ারির ২০১৯ এ সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ১৮ টি। এই এক মাসে ৩৯ হাজার ২০৪ টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব নতুন হয়েছে। জানুয়ারি মাসে কোম্পানি বিও হিসাব বেড়েছে ২০৬টি। ডিসেম্বর মাসের শেষ দিন কোম্পানি বিও হিসাব ছিল ১২ হাজার ৫৭৯টি। জানুয়ারির শেষ দিন কোম্পানি বিও দাঁড়িয়েছে ১২ হাজার ৭৮৫টিতে। জানুয়ারি মাসের শেষ দিন বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৫টি। ডিসেম্বর মাসের শেষ দিন বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৬৫টি। জানুয়ারিতে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগকারীদের বিও হিসাব বেড়েছে ৪ হাজার ৪৩০টি।

আরও পড়ুন:

বিষয়: