ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

কোম্পানি ধারাবাহিকভাবে লোকসানে, বিনিয়োগকারীরা লাভে


নিউজ ডেস্ক
106

প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯
কোম্পানি ধারাবাহিকভাবে লোকসানে, বিনিয়োগকারীরা লাভে



স্টাফ রিপোর্টার : কোম্পানি ধারাবাহিকভাবে লোকসানে, সাত বছর ধরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ  দিতে না পারলেও বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইনে (মূলধনী) লাভে। ২০১১ সালের পর আর লভ্যাংশ দেয় নি কোম্পানিটি। কোম্পানিটির ইপিএস ও রিজার্ভ সবই নেগেটিভ। নেট এ্যাসেট ভেলূর অবস্থাও খারাপ।  ২০১৪ সাল থেকে আছে লোকসানে। তবে কোম্পানিটির শেয়ারের দাম আটট্রেন্ডে! সাভার রিফ্র্যাক্টরিজ লিমিটেডের হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৫৩ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৪ পয়সা ও আগের বছর একই সময়ে ছিল ২৮ টাকা। ৩১ ডিসেম্বর ২০১৮ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৬২ পয়সা। লোকসানের কারণে পূর্ববর্তী বছরগুলোর ধারাবাহিকতায় ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য কোন লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৪ পয়সা ও এনএভিপিএস ৫ টাকা ১৭ পয়সা। ২০১৭ সালের ৩০ জন সমাপ্ত হিসাব বছরের জন্যও কোনো লভ্যাংশ দেয় নি সাভার রিফ্র্যাক্টরিজ। সে হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭ পয়সা, আগের বছর যেখানে লোকসান হয়েছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩০ জুন ২০১৭ কোম্পানির এনএভিপিএস দাঁড়ায় ৬ টাকা ১১ পয়সায়।

আরও পড়ুন:

বিষয়: