ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

মুভিং এভারেজের উপর বুলিশ ক্যান্ডেলে সূচক


নিউজ ডেস্ক
102

প্রকাশিত: ২৩ জানুয়ারী ২০১৯
মুভিং এভারেজের উপর বুলিশ ক্যান্ডেলে সূচক



স্টাফ রিপোর্টার: ২৩ জানুয়ারী, বুধবার সূচকে প্রচুর বাই প্রেশার লক্ষ্য করা যায়। ফলে সূচক ৫৯.৭৮ পয়েন্ট বা ১.০২% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক আজ রেজিস্টেন্স ব্রেক করে উপরে চলে গিয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী রেজিস্টেন্স ব্রেক আউট করার মাধ্যমে সূচকে আরও কিছুটা বুলিশ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ভলিউম বৃদ্ধি পাওায় এই বুলিশ প্রবণতা আরও কিছুদিন স্থায়ী হবে বলে ধারণা করা যায়। এদিকে সূচক এখনও ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (১০-এসএমএ) উপরে অবস্থান করছে যা মূলত আপ ট্রেন্ড নির্দেশ করে। আরও দেখুন-

বুলিশ ক্যান্ডেল হলেও সূচক ওভারবট অবস্থায়


আরও পড়ুন:

বিষয়: