আলহাজ্ব টেক্সটাইলের পক্ষে আদালতের রায় ঘোষণা
নিউজ ডেস্ক
135
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯
স্টাফ রিপোর্টার: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘদিন ধরে চলমান আলহাজ্ব টেক্সটাইল এবং অগ্রনী ব্যাংকের এফডিআর সংক্রান্ত মামলার রায় হয়েছে। ১৪ জানুয়ারি, সোমবার হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ মামুনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের দ্বৈত বেঞ্চে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের পক্ষে মামলার রায় ঘোষণা করা হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আলহাজ্ব টেক্সটাইলকে আগামী ১৫ দিনের মধ্যে এফডিআরের ৫৫ কোটি ৮৩ লাখ টাকা পরিশোধ করতে হবে অগ্রনি ব্যাংক লিমিটেডকে। তাছাড়া পাওনা টাকা পরিশোধের পর ৭ দিনের মধ্যে আদালতকে অবহিত করার জন্য অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ব্যাপারে অগ্রনী ব্যাংকের আইনজীবী এ.কে.এম বদরুদ্দোজা জানান, বিষয়টি অগ্রনী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো মামলার রায়ের বিষয়ে আপীল করা যেতে পারে।
অন্যদিকে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের আইনজীবী হাসনাত কাইয়ুম জানান, মহামান্য হাইকোর্ট বিভাগের যেকোন সিদ্ধান্তের বিষয়ে আপীল করা গেলেও কিন্তু এই রায়ের বিরুদ্ধে অগ্রনী ব্যাংকের আপীল করার সুযোগ নেই। কারণ অগ্রনী ব্যাংক ও আলহাজ্ব টেক্সটাইলের যৌথ সম্মতিতে পিনাকী অ্যান্ড কোম্পানিজকে অডিটর হিসেবে নিয়োগ হয়েছে।
অডিটরের কাজই ছিল, স্বাধীনভাবে অগ্রনী ব্যাংকের সুদের হার অনুযায়ী অগ্রনী ব্যাংকের নিকট আলহাজ্ব টেক্সটােইলের পাওনা টাকার পরিমাণ নির্ধারণ করা। পিনাকী অ্যান্ড কোম্পানিজ অগ্রনী ব্যাংক কর্তৃক সুদের হার সংক্রান্ত সার্কুলার পর্যালোচনা করে নির্ধারণ করে যে, আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড অগ্রনী ব্যাংকের নিকট ২৪/১০/২০১৮ তারিখ পর্যন্ত পাওনা টাকার পরিমাণ ৫৫ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার ৫৭৮ টাকা। অগ্রনী ব্যাংক লিমিটেড অডিট সংক্রান্ত খরচাদি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের সঙ্গে যৌথভাবে পরিশোধ করেছে। পিনাকী অ্যান্ড কোম্পানিজের অডিট রিপোর্টটি অগ্রনী ব্যাংকের নিজস্ব রিপোর্ট হিসেবে আইনত পরিগনিত হয়েছে। ফলে অগ্রনী ব্যাংক তার নিজের অর্থায়নে কৃত অডিট রিপোর্টটির ওপর ভিত্তি করে মহামান্য হােইকোর্টের দেয়া আদেশ চ্যালেঞ্জ করে সুপ্রীম কোর্টে আপীল করার কোনো সুযোগ নেই।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪