ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বৃহস্পতিবার ডোজি ক্যান্ডেলে সূচকের কিছুটা কারেশনের সম্ভাবনা


নিউজ ডেস্ক
107

প্রকাশিত: ১০ জানুয়ারী ২০১৯
বৃহস্পতিবার ডোজি ক্যান্ডেলে সূচকের কিছুটা কারেশনের সম্ভাবনা



স্টাফ রিপোর্টার: ১০ জানুয়ারী, বৃহস্পতিবার সূচকে বাই ও সেল প্রেশারের সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। ফলে দিন শেষে সূচক ১.২৯ পয়েন্ট বা ০.০২% কমে ডোজি ক্যান্ডেল তৈরি করেছে। ডোজি ক্যান্ডেলের আবির্ভাবের মাধ্যমে সূচকে কিছুটা রিভার্সালের সম্ভাবনা জাগ্রত হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ডোজি ক্যান্ডেল দ্বারা অনিশ্চয়তা প্রকাশ পায়। সাধারণত বুলিশ আপ ট্রেন্ডের পর ডোজি ক্যান্ডেলের আবির্ভাব হলে ক্যান্ডেলে বেয়ারিশ ধারা চলে আসে। তবে আগামী কার্যদিবসে আবার বুলিশ ক্যান্ডেলের আগমন ঘটলে সূচকের অনিশ্চয়তা কেটে যাবে। বিশ্লেষণে দেখা যায়, ৩০ দিনের এক্সপোনেনশিয়াল ম্যভিং এভারেজের (ইএমএ-৩০) অনেক উপরে অবস্থান করছে সূচক। যুক্তিসঙ্গতভাবেউ সূচকে কিছুটা কারেকশনের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্টকাস্টিক ইনডিকেটর অনুযায়ী মার্কেট এখন অতিমাত্রায় ওভারবট অবস্থানে চলে গিয়েছে। আরও দেখুন-

মঙ্গলবার সূচকে ডাব্লিউ প্যাটার্নের আবির্ভাব


আরও পড়ুন:

বিষয়: