জেএমআই সিরিঞ্জে বিনিয়োগ জাপানের বহুজাতিক কোম্পানি নিপ্রোর
নিউজ ডেস্ক
100
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯
স্টাফ রিপোর্টার : জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেডে ১ কোটি ১১ লাখ শেয়ার ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করবে জাপানের বহুজাতিক কোম্পানি নিপ্রো করপোরেশন। বিনিয়োগকৃত অর্থে ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকঋণ পরিশোধে করবে জেএমআই । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জেএমআই কোম্পানিটির পর্ষদ নিপ্রোর শেয়ার কেনার বিষয়ে সম্মতি দিয়েছে। তবে এক্ষেত্রে শেয়ারহোল্ডার ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন নিতে হবে।
নিপ্রোর কাছে ১ কোটি ১১ লাখ শেয়ার বিক্রি করতে হলে কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে হবে। আর মূলধন বাড়ানোর পাশাপাশি কী দরে নিপ্রোর কাছে শেয়ার ইস্যু করা হবে, এ বিষয়ে শেয়ারহোল্ডাদের অনুমোদন নিতে আগামী ১৬ ফেব্রুয়ারি বেলা ১১টায় কোম্পানির শান্তিবাগের কার্যালয়ে বিশেষ সাধারণ সভার (ইজিএম) আয়োজন করা হয়েছে। রেকর্ড ডেট ২৩ জানুয়ারি।
এ বিষয়ে জেএমআই সিরিঞ্জের কোম্পানি সচিব মোহাম্মদ তারেক হোসেন খান বলেন, জেএমআই গ্রুপের আরো তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে নিপ্রো কাজ করছে। চতুর্থ প্রতিষ্ঠান হিসেবে জেএমআই সিরিঞ্জের শেয়ার কেনার মাধ্যমে এর অংশীদার হতে আগ্রহ প্রকাশ করেছে নিপ্রো । বিশ্বের ৫৭টিরও বেশি দেশে নিপ্রোর কার্যক্রম রয়েছে। মেডিকেল ডিভাইসের অনেক ধরনের পণ্যও রয়েছে তাদের। ফলে যৌথভাবে নিপ্রো ও জেএমআইয়ের ভালো ব্যবসা করার সুযোগ রয়েছে।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ১১ কোটি টাকা। কোম্পানিটির শেয়ার সংখ্যা ১ কোটি ১০ লাখ। রিজার্ভে আছে ৬৩ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে ৪৯ দশমিক ৩১ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৪ দশমিক ৬৩ শতাংশ প্রতিষ্ঠান, ১১ দশমিক ৮২ শতাংশ বিদেশী ও ২৪ দশমিক ২৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪