পুঁজিবাজারের সাথে নানাভাবে যুক্ত ২৩ জন এমপি
নিউজ ডেস্ক
104
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯
স্টাফ রিপোর্টার : সম্প্রতি অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের (এমপিদের) ১৮১ জন পেশায় ব্যবসায়ী। এর মধ্যে ২১ জন পুঁজিবাজারের সাথে নানা ভাবে সংশ্লিষ্ট। স্টক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বর্তমান পর্ষদের চেয়ারম্যান থেকে শুরু করে, তালিকাভুক্ত একাধিক কাম্পানির উদ্যোক্তা, কেউ ব্রোকারেজ হাউজের মালিক, অথবা কোম্পানির উপদেষ্টা।
সালমান এফ রহমান: ঢাকা-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সালমান এফ রহমান পুঁজিবাজারের আলোচিত ও সুপরিচিত ব্যক্তি। তিনি তালিকাভুক্ত চার কোম্পানির উদ্যোক্তা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর সিরামিকসের উদ্যোক্তা তিনি। তার নির্বাচনী হলফনামায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিতে প্রায় ২৫০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এছাড়া ১৯৯৬ সালে ও ২০১০ সালে পুঁজিবাজারের উত্থান,পতনে আলোচিত ব্যক্তি তিনি।
নাজমুল হাসান পাপন: কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য নাজমুল হাসান পাপন শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। তাঁর পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও মাতা বিশিষ্ট সমাজকর্মী ও রাজনীতিবিদ আইভি রহমান।
ড. এ কে আবদুল মোমেন: জাতিসংঘে এক সময়ে বংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করা ও বর্তমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)পর্ষদের চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. এ কে আবদুল মোমেন, সিলেট-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য । জাতিসংঘে বাংলাদেশের সাবেক এ স্থায়ী প্রতিনিধি দেশে বিদেশী ও প্রবাসীদের প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতে দীর্ঘদিন ধরেই কাজ করছেন।
আহসানুল ইসলাম টিটু: টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি আহসানুল ইসলাম টিটু। তিনি ব্রোকারেজ হাউজ মোনা ফিন্যান্সিয়াল কনসালট্যান্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান। এছাড়া মোনা গ্রুপ অব কোম্পানিজ তাদের পারিবারিক ব্যবসা। পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও শমরিতা হাসপাতালের মালিকানায় রয়েছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন: চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রামভিত্তিক হোটেল দ্য পেনিনসুলা চিটাগংয়ের উদ্যোক্তা।
আসাদুজ্জামান খান কামাল: ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাভার রিফ্র্যাক্টরিজের উদ্যোক্তা।
তাহজিব আলম সিদ্দিকী: ঝিনাইদহ-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঁর পিতা নূরে আলম সিদ্দিকী ছিলের বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগি।
ফারুক খান: গোপালগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফারুক খানের পারিবারিক প্রতিষ্ঠান সামিট পাওয়ার। সামিট পাওয়ার বাংলাদেশের পাওয়ার সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। এই গ্রুপের তিনটি প্রতিষ্ঠান সামিট পাওয়ার, খুলনা পাওয়ার কোম্পানি ও সামিট অ্যালায়েন্স পোর্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত।এছাড়া সামিট গ্রুপের কসমো পলিটন ট্রেডার্স নামে একটি ব্রোকারহাউজ এবং কসমোপলিটন ফাইন্যান্স নামে একটি মার্চেন্ট ব্যাংক রয়েছে।
কাজী নাবিল আহমেদ: যশোর-৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের পরিচালক।
সাবের হোসেন চৌধুরী: ঢাকা-৯ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান জিএসপি ফিন্যান্সের ভাইস চেয়ারম্যান।
আ হ ম মোস্তফা কামাল: কুমিল্লা-১০ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল পুঁজিবাজারের কোম্পানি সিএমসি কামালের উদ্যোক্তা। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার আগেই তিনি কোম্পানির পুরো মালিকানা ছেড়ে দেন। পরবর্তীতে আলিফ গ্রুপ সিএমসি কামাল কিনে নেয়। নতুন পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তন করে রাখে আলিফ ম্যানুফ্যাকচারিং।
আবদুস সালাম মুর্শেদী: খুলনা-৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক। প্রিমিয়ার ব্যাংকেরও একজন উদ্যোক্তা তিনি।
গোলাম দস্তগীর গাজী: নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী যমুনা ব্যাংকের পরিচালক। এর বাইরে তার মূল ব্যবসা গাজী গ্রুপের কোনো প্রতিষ্ঠান এখনো পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি।
এবাদুল করিম বুলবুল: ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বীকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক।
মোরশেদ আলম: নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোরশেদ আলম পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকের উদ্যোক্তা ও চেয়ারম্যান। এছাড়া ন্যাশনাল লাইফ ও মার্কেন্টাইল ব্যাংকেরও উদ্যোক্তা তিনি।
মাঈনুদ্দিন খান বাদল: চট্টগ্রাম-৮ আসনে নির্বাচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে জাসদের প্রার্থী মাঈনুদ্দিন খান বাদল পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালসের উপদেষ্টা। ব্যবসায় সংকট উত্তরণে কোম্পানিটিকে সহযোগিতা করে অনেক শেয়ারহোল্ডারের কাছে প্রিয় হয়েছেন তিনি।
সাইফুজ্জামান চৌধুরীর: চট্টগ্রাম-১৩ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান চৌধুরীর পারিবারিক ব্যবসা আরামিট গ্রুপ। এর মধ্যে আরামিট লিমিটেড ও আরামিট সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত। উদ্যোক্তা পরিবার হিসেবে বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও নিয়ন্ত্রণ তাদের হাতে।
কাজী ফিরোজ রশিদ: ঢাকা-৬ আসনে নির্বাচিত জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ ডিএসইর একজন সিনিয়র সদস্য। ব্রোকারেজ হাউজ কাজী ফিরোজ রশিদ সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান তিনি।
নাঈমুর রহমান দুর্জয়: মানিকগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। তিনি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের সাবেক চেয়ারম্যান। হঠাৎ কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে যাওয়ার পর সাম্প্রতিক বছরগুলোয় বিনিয়োগকারীদের নজরে আসেন তিনি।
আনিসুল ইসলাম মাহমুদ: পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এরশাদের জাতীয় পার্টির একজন শীর্ষ নেতা। চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ শাশা ডেনিমস লিমিটেডের উদ্যোক্তা। শাশা ডেনিমস দেশের অন্যতম শীর্ষ ডেনিম ফেব্রিকস প্রস্তুতকারী কোম্পানি। এছাড়া এই কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান এনার্জিস পাওয়ার বিদ্যুৎ ব্যবসায় যুক্ত।
তবে ক্ষমতাসীন সরকারের মন্ত্রী হওয়া সত্ত্বেও ক্ষমতার মূলকেন্দ্রের সঙ্গে কিছুটা দূরত্ব আছে বলে অনেকের ধারনা। কারণ সরকারের দরপত্রে অংশ নিয়ে এনার্জিস দুটি বেসরকারি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে মনোনীত হলেও তাদেরকে দীর্ঘদিন ধরে চুড়ান্ত অনুমোদন দেওয়া হচ্ছে না।
জাহিদ মালেক: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক মানিকগঞ্জ-৩ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই) অন্যতম উদ্যোক্তা। মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত তিনিই ছিলেন বিডি থাই-এর প্রধান নির্বাহী।
২০১০ সালের শেয়ার কেলেঙ্কারির সঙ্গে বিডি থাই অ্যালুমিনিয়ামের নাম নানাভাবে জড়িত। কোম্পানিটি তখন কেম্যান আইল্যান্ডে নিবন্ধিত এক ডলারের কোম্পানি জেম গ্লোবাল ইল্ড এর নামে একাধিক দফায় স্বল্প মেয়াদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে। জেম গ্লোবাল একাধিক দফায় তাদের দেওয়া শেয়ারের প্রস্তাবিত দাম বাড়িয়ে বাড়তি দামে শেয়ার কেনার ঘোষণা দেয়, যা রহস্যের জন্ম দেয়। জেমের দেওয়া বাড়তি দরের সঙ্গে সঙ্গে সেকেন্ডারি বাজারে বাড়তে থাকে বিডি থাই এর সাধারণ শেয়ারের দাম।
মেজর (অব.) আবদুল মান্নান: লক্ষ্মীপুর-৪ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন একসময় আওয়ামীবিরোধী জোটের অন্যতম নেতা মেজর (অব.) আবদুল মান্নান। তিনি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বিআইএফসির মূল উদ্যোক্তা। তার কাছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ পাওনা অনাদায়ী থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনের বৈতরণী পেরোতে সক্ষম হন তিনি।
তিনি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) এর প্রধান উদ্যোক্তা। এছাড়া তালিকাভুক্ত বীমা কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিরও অন্যতম উদ্যোক্তা তিনি।
তার বিরুদ্ধে নানা কৌশলে বিআইএফসিতে লুটপাট চালানোর অভিযোগ রয়েছে। মূলত তিনি বেনামিতে কয়েকশ কোটি টাকা ঋণ নিয়ে বিআইএফসিকে ছিবড়া বানিয়ে ফেলেছেন। দফায় দফায় এসব খেলাপি ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা তিনি পালন করছেন না। তার কাছে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ পাওনা অনাদায়ী থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ নিয়ে নির্বাচনে অংশ নেন।
মুহম্মদ শফিকুর রহমান: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান চাঁদপুর-৪ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার বালি সিকিউরিটিজের কর্ণধার তিনি।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪