ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

ট্রেন্ড লাইন ও রেজিস্টেন্স ব্রেক আউট, মুভিং এভারেজ কি বলছে?


নিউজ ডেস্ক
100

প্রকাশিত: ২৭ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
ট্রেন্ড লাইন ও রেজিস্টেন্স ব্রেক আউট, মুভিং এভারেজ কি বলছে?



স্টাফ রিপোর্টার: ২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার বাজারে বাই প্রেশারে বুলিশ ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। সূচক বর্তমানে রেজিস্টেন্স এবং ট্রেন্ড লাইন অতিক্রম করে ২০০ দিনের ওয়েটেড মুভিং এভারেজে (ডাব্লিউএমএ) বাঁধাগ্রস্থ হয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে ট্রেন্ড লাইন এবং রেজিস্টেন্স ব্রেক আউট করায় মার্কেটে গতি ফিরে আসার কথা। তবে এক্ষেত্রে ২০০ দিনের ডাব্লিউএমএ বড় ধরনের বাঁধার সৃষ্টি করেছে। সূচক কোনও ক্রমে মুভিং এভারেজটিকে অতিক্রম করতে পারলে পরবর্তী রেজিস্টেন্স পর্যন্ত চলে যাবে। অন্যথায় বর্তমান সাপোর্টকে আবার রেজিস্টেন্সে পরিণত করবে সূচক। উইকলি চার্ট অনুযায়ী চ্যানেল মেনে চলছে সূচক। সপ্তাহের সমাপ্তির মাধ্যমে সূচক আপার ট্রেন্ড লাইন এবং ২০০ দিনের ডাব্লিউএমএর কাছাকাছি এসে থেমেছে। উক্ত বাঁধাগুলো অতিক্রম করতে হলে সূচকের অনেক শক্তিশালী আপট্রেন্ড তৈরি করতে হবে। আরও দেখুন-

বুলিশ ক্যান্ডেল, তবে আপার ব্যান্ডের কাছাকাছি সূচক


আরও পড়ুন:

বিষয়: