ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বাজারে লেনদেনের শীর্ষে ব্যাংক খাত


নিউজ ডেস্ক
98

প্রকাশিত: ২৭ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বাজারে লেনদেনের শীর্ষে ব্যাংক খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ২৭ ডিসেম্বর, বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে অবস্থান করছে ব্যাংক খাত। বহু উত্থান পতনের পর অবশেষে ব্যাংক খাতে গতি দেখা দিয়েছে। গত দিনের তুলনায় এই খাতের লেনদেন আজ প্রায় ৪২.৭২% বেড়েছে। বাজারে মোট লেনদেনে ১৫.৭% অবদান নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ডিএসইতে গতকাল খাতটির অবদান ছিল ১৫.১২% যা আজকের দিনের তুলনায় ০.৫৮% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ প্রায় ২০ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ৩.৭৬%। তবে শেয়ারটির মূল্য গতদিনের তুলনায় ০.২৭% কমেছে। আজ মার্কেটের মোট লেনদেন গত দিনের তুলনায় প্রায় ৩৮.৬৬% বৃদ্ধি পেয়েছে। লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে টেক্সটাইল এবং পাওয়ার খাত। টেক্সটাইল খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ১৫.২১% যা গত দিনের চেয়ে ১.৯৪% কম। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারানাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৩ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.৪৩%। পাশাপাশি শেয়ারটির মূল্য গত দিনের চেয়ে ৩.৬২% বৃদ্ধি পেয়েছে। পাওয়ার খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১১.২৮% যা গত দিনের চেয়ে ০.৪৬% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৯ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ৩.৬৪%। অবশ্য গতদিনের তুলনায় শেয়ারটির দাম ১.৫৯% হ্রাস পেয়েছে। সব মিলিয়ে মোট লেনদেনে শীর্ষ তিনটি খাতের অবদান দাঁড়িয়েছে ৪২.১৯%। এদিকে আজ পাওয়ার খাতের ১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির। ব্যাংক খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। টেক্সটাইল খাতের ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির। আরও দেখুন-

বুধবার লেনদেনে শীর্ষে টেক্সটাইল, ব্যাংক এবং ফার্মা খাত


আরও পড়ুন:

বিষয়: