ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বুলিশ ক্যান্ডেল, তবে আপার ব্যান্ডের কাছাকাছি সূচক


নিউজ ডেস্ক
106

প্রকাশিত: ২৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বুলিশ ক্যান্ডেল, তবে আপার ব্যান্ডের কাছাকাছি সূচক



স্টাফ রিপোর্টার: ২৬ ডিসেম্বর, রোববার সূচক ৪৯.০৯ পয়েন্ট বা ০.৯৩% বেড়ে আবারও বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে।বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে সূচক রেজিস্টেন্স ব্রেক আউট করে পরবর্তী ট্রেন্ড লাইন পর্যন্ত চলে গিয়েছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী আজ বাই প্রেশারে মার্কেট রেজিস্টেন্স লেভেল ভেঙ্গে উপরে চলে গিয়েছে যা মূলত বুলিশ সিগনাল প্রদান করে। তবে পরবর্তী রেজিস্টেন্স এবং ট্রেন্ড লাইন কাছাকাছি থাকায় তা মার্কেটে কিছুটা বাঁধার সৃষ্টি করতে পারে। পাশপাশি মার্কেট বর্তমানে বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডের কাছাকাছি চলে এসেছে। সূত্র অনুযায়ী বলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ডে বাঁধাপ্রাপ্ত হলে ক্যান্ডেলে রিট্রেসের আশঙ্কা দেখা দেয়। তবে আগামীতে ভলিউম বৃদ্ধি পেলে আপার ব্যান্ডের সীমা আরও বৃদ্ধি পেতে পারে। আরও দেখুন-

রোববার মুভিং এভারেজের ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ সূচক


আরও পড়ুন:

বিষয়: