ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

রোববার মুভিং এভারেজের ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ সূচক


নিউজ ডেস্ক
109

প্রকাশিত: ২৩ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
রোববার মুভিং এভারেজের ট্রেন্ড লাইনে বাঁধাগ্রস্থ সূচক



স্টাফ রিপোর্টার: ২৩ ডিসেম্বর, রোববার সূচক ১৬.৪৬ পয়েন্ট বা ০.৩১% বেড়ে আবারও বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে।ভলিউম স্বল্পতায় বুলিশ ক্যান্ডেলে ১০ দিনের সিম্পল মুভিং এভারেজের (এসএমএ) ট্রেন্ড লাইনে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়েছে সূচক। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ১০-এসএমএর উপরে চলে গিয়েছে মার্কেট যা মূলত বুলিশ সিগনাল প্রদান করে। তবে ট্রেন্ড পর্যবেক্ষণে দেখা যায় যে মুভিং এভারেজটি এখনও ডাউন ট্রেন্ড ধরেই চলছে এবং আজকের বুলিশ ক্যান্ডেল সেই এভারেজের ডাউন ট্রেন্ড লাইনে গিয়েই বাঁধাপ্রাপ্ত হয়েছে। আগামীতে যদি ট্রেন্ড লাইন ব্রেক করে তাহলে রেজিস্টেন্সের কাছাকাছি চলে যাবে মার্কেট। অন্যথায় রিট্রেস করে নিচের দিকে চলে যাবে। এছাড়া ট্রেন্ড লাইন ব্রেক করতে হলে সূচকে ভলিউমের পরিমাণ বৃদ্ধি পেতে হবে। আরও দেখুন-

বৃহস্পতিবার বুলিশ ক্যান্ডেলে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি


আরও পড়ুন:

বিষয়: