ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বৃহস্পতিবার বুলিশ ক্যান্ডেলে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি


নিউজ ডেস্ক
100

প্রকাশিত: ২০ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বৃহস্পতিবার বুলিশ ক্যান্ডেলে সূচকে কিছুটা ঊর্ধ্বগতি



স্টাফ রিপোর্টার: ২০ ডিসেম্বর, বৃহস্পতিবার সূচক ২২.৭৫ পয়েন্ট বা ০.৪৩% বেড়ে বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে। বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে ট্রেন্ড লাইন ব্রেক করে সূচক রেজিস্টেন্সের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচকের বর্তমান রেজিস্টেন্স ৫৩১৫ লেভেলে। আগামীতে যদি প্রচুর বাইয়ার চলে আসে তাহলে সূচক রেজিস্টেন্স পর্যন্ত চলে যাবে। অন্যথায় এর আগেই রিট্রেস করবে। তবে আজ ট্রেন্ড লাইন ব্রেক আউট এবং ভলিউম বৃদ্ধির কারণে আগামী কর্মদিবসে সূচক কিছুটা বৃদ্ধি পেতে পারে। এদিকে গত ১৮ ডিসেম্বর সূচক বলিঙ্গার ব্যান্ডের লোআর ব্যান্ডে বাঁধাপ্রাপ্ত হয়ে রিট্রেস করেছিলো। আগামীতে মিডেল ব্যান্ড বা আপার ব্যান্ডে বাঁধাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত সূচকের পুনরায় রিট্রেস করার সম্ভাবনা কম। আরও দেখুন-

উইকলি চার্টে সূচকে হেড এন্ড শোল্ডার প্যাটার্নের আশঙ্কা


আরও পড়ুন:

বিষয়: