বুধবার লেনদেনের শীর্ষে যে তিন খাত
নিউজ ডেস্ক
105
প্রকাশিত: ১৯ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ১৯ ডিসেম্বর, বুধবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। গত দিনের তুলনায় এই খাতের লেনদেন আজ প্রায় ১৬.৯২% বেড়েছে। বাজারে মোট লেনদেনে ১৭.১২% অবদান নিয়ে খাতটি আজ ডিএসইতে শীর্ষে অবস্থান করছে। ডিএসইতে গতকাল খাতটির অবদান ছিল ১৮.১৩% যা আজকের দিনের তুলনায় ১.০১% বেশি।
এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ প্রায় ৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মোট লেনদেনের প্রায় ১.৯৪%। তবে শেয়ারটির মূল্য গতদিনের তুলনায় ২.৬% কমেছে।
লেনদেনে অবদানের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে ইনস্যুরেন্স এবং ফার্মা খাত।
ইনস্যুরেন্স খাত: লেনদেনের ভিত্তিতে এই খাতের অবদান ছিল আজ ১৬.৮৯% যা গত দিনের চেয়ে ০.৬২% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ৮ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ২.২%। একই সাথে শেয়ারটির মূল্য গত দিনের চেয়ে ৪.৬% বৃদ্ধি পেয়েছে।
ফার্মা খাত: মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১৪.০৪% যা গত দিনের চেয়ে ০.৮২% বেশি। এই খাতে আজ সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের প্রায় ৩.৯৪%। এদিকে গতদিনের তুলনায় শেয়ারটির দাম ১% হ্রাস পেয়েছে।
এদিকে আজ ফার্মা খাতের ৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ১২টির এবং পরিবর্তিত ছিল ১টির। ইনস্যুরেন্স খাতের ৪৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪১টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। টেক্সটাইল খাতের ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি কোম্পানির।
আরও দেখুন-
মঙ্গলবার লেনদেনের শীর্ষে টেক্সটাইল, ইনস্যুরেন্স এবং ফার্মা খাত
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪