ডরিন পাওয়ারের ১১৫ মেগাওয়াট চাঁদপুর প্রকল্প চালু জুলাইয়ের মধ্যে
নিউজ ডেস্ক
102
প্রকাশিত: ১৬ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
স্টাফ রিপোর্টার: আগামী বছরের জুলাইয়ের মধ্যে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের চাঁদপুরের বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসবে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানিটির ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তাহজীব আলম সিদ্দিকী এ কথা বলেন।
তিনি আরো বলেন, গত হিসাব বছরে কোম্পানি ৬৬৬ কোটি টাকার রেভিনিউ অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ২৯ দশমিক ৩০ শতাংশ বেশি। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের ব্যয় ৩৮ দশমিক ৪৩ শতাংশ বেড়েছে। ফলে কোম্পানির গ্রস মুনাফা প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯০ শতাংশ।
তবে সাধারণ, প্রশাসনিক ও আর্থিক ব্যয় সংকোচনের সুবাদে বছর শেষে কোম্পানির নিট মুনাফা ১২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ৮৩ কোটি ১৭ লাখ টাকায় হয়েছে। এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ পরিচালকদের প্রতিবেদন অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। এজিএমে ২৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। ১০ শতাংশ স্টক সকল শেয়ারহোল্ডারদের জন্য আর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য।
চাঁদপুরে ১১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্লান্ট নির্মাণ করছে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেড। প্রকল্পটিতে ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমস লিমিটেডের ৬০ শতাংশ শেয়ার রয়েছে। বাকি ৪০ শতাংশ ডরিন পাওয়ার হাউজ অ্যান্ড টেকনোলজিস লিমিটেডের।প্রকল্পটির মেয়াদ হবে ১৫ বছর।
সর্বশেষ সমাপ্ত ২০১৭-২০১৮ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮৫ পয়সা। ৩০ জুন ২০১৮ এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪০ টাকা ৩৪ পয়সা এবং শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়ায় ১০ টাকা ৮৪ পয়সা।
২০০৮ সালের নভেম্বরে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমেডরিন পাওয়ারের যাত্রা শুরু হয়। ২০১০ সালে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্দান ও সাউদার্ন বিদ্যুৎকেন্দ্র দুটির বাণিজ্যিক উৎপাদন শুরু হয়।
এজিএমে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডরিন পাওয়ারের পরিচালক আনজাবীন আলম সিদ্দিকী, স্বতন্ত্র পরিচালক মাহতাব বিন-আহমেদ ও কোম্পানি সচিব মাসুদুর রহমান ভূঁইয়াসহ কোম্পানির কর্মকর্তা ও বিনিয়োগকারী।
[caption id="attachment_7457" align="alignnone" width="996"] ডরিন পাওয়ারের বর্তমান শেয়ার হোল্ডিং প্যার্টন[/caption]আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪