ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বারাকা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্র আগামী বছরে উৎপাদনে আসবে


নিউজ ডেস্ক
108

প্রকাশিত: ১৫ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বারাকা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্র আগামী বছরে উৎপাদনে আসবে



ডেক্স রিপোর্ট : আগামী বছরের জুনের মধ্যে বারাকা পাওয়ারের দুটি বিদ্যুৎকেন্দ্র বারাকা শিকলবাহা ও কর্ণফুলী পাওয়ার বাণিজ্যিক উৎপাদনে আসবে বলে আশাবাদী কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমদ চৌধুরী। । গত ১৩ ডিসেম্বর সিলেটের খানস প্যালেস কনভেনশন হলে, বারাকা পাওয়ারের ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের উদ্দেশে তিনি এ কথা বলেন। কোম্পানিটির চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী বলেন, বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে ১০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে। কোম্পানির ব্যবসায়িক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে। গত বছর বারাকা গ্রুপ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কাছ থেকে চট্টগ্রামের পটিয়ায় মোট ২১৫ মেগাওয়াট  উৎপাদনক্ষমতা সম্পন্ন কর্ণফুলী পাওয়ার লিমিটেড ও বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড নামে দুটি ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন পেয়েছে। বারাকা গ্রুপের আরেক প্রতিষ্ঠান বারাকা ফ্যাশনস লিমিটেডের উৎপাদন পূর্ণমাত্রায় চলছে, যা সামনের বছরগুলোয় গ্রুপের আয় বাড়াতে সহায়ক হব। এদিকে বারাকা পাওয়ারের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এরই মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে এবং কোম্পানিটি রোড শো অনুষ্ঠিত হয়েছে । এজিএমে উপস্থিত ছিলেন কোম্পনিটির চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসানুল কবীর ও আবদুল বারী, পরিচালক নানু কাজী মোহাম্মদ মিয়া, স্বতন্ত্র পরিচালক ড. মো. জাকির হোসেন ও হেলাল আহমেদ চৌধুরী এবং কোম্পানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীসহ কোম্পানির কর্ম।কর্তা ও বিনিয়োগকারী। [caption id="attachment_7449" align="alignnone" width="988"] বারাকা পাওয়ারের বর্তমান শেয়ার হোল্ডিং প্যার্টন[/caption]  

আরও পড়ুন:

বিষয়: