ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

বুধবার লেনদেনে প্রথম তিনে ইনস্যুরেন্স খাত


নিউজ ডেস্ক
79

প্রকাশিত: ১২ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
বুধবার লেনদেনে প্রথম তিনে ইনস্যুরেন্স খাত



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) ১২ ডিসেম্বর, বুধবার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে টেক্সটাইল খাতে। তবে আজ মোট লেনদেনে ইনস্যুরেন্স খাতের প্রভাবও লক্ষ্য করা যায়। প্রায় ৫২.১% লেনদেন বৃদ্ধি নিয়ে খাতটি ডিএসইতে প্রথম তিনে চলে এসেছে। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল আজ ১০.৬৭% যা গত কালকের তুলনায় ৩.৮১% বেশি। ইনস্যুরেন্স খাতে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। কোম্পানিটির আজ ১৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে যা মোট লেনদেনের ২.৮৪%। পাশাপাশি গত কালকের তুলনায় শেয়ারটির মূল্য আজ ৭.৭১% বৃদ্ধি পেয়েছে। এছাড়া এই খাতের মোট ৪৭টি কোম্পানির মধ্যে আজ ৩৯টি বা ৮২% কোম্পানির দাম গতকালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এদিকে মোট লেনদেনে আজ টেক্সটাইল এবং ফার্মা খাতের অবদান ছিল যথাক্রমে ২২.৯২% এবং ২০.৮% যা গত কালকের তুলনায় ২.৮২% এবং ১.০১% বেশি। আজ ফার্মা খাতের ৩০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ২টির। টেক্সটাইল খাতের ৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির। আরও দেখুন-

লেনদেনে টেক্সটাইল খাতকে হটিয়ে শীর্ষে ফার্মা খাত


আরও পড়ুন:

বিষয়: