ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

শুটিং স্টার ক্যান্ডেলে সূচকের হালকা রিভার্সের সম্ভাবনা


নিউজ ডেস্ক
75

প্রকাশিত: ০৫ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
শুটিং স্টার ক্যান্ডেলে সূচকের হালকা রিভার্সের সম্ভাবনা



স্টাফ রিপোর্টার: ৫ ডিসেম্বর, বুধবার সূচক ১৫.৬৮ পয়েন্ট বা ০.২৯% বেড়ে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে। লেনদেনের শুরুতে আজ বাই প্রেশার থাকলেও শেষ বেলায় সেল প্রেশার চলে আসায় শুটিং স্টার ক্যান্ডেলের আবির্ভাব হয়। সেল প্রেশারের আগমনে আগামীকাল সূচক কিছুটা রিভার্স করলেও করতে পারে। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী সূচক বর্তমানে ট্রেন্ড লাইন এবং সাপোর্টের উপরে অবস্থান করছে। তবে ২০০ দিনের ওয়েতেড মুভিং এভারেজ (ডাব্লিউএমএ) কাছাকাছি অবস্থান করায় সূচক শক্তি নিয়ে উপরের দিকে ধাবিত হতে পারছেনা। পাশাপাশি সূচক এখনও কোনও টেকসই আপ ট্রেন্ড তৈরি করতে পারেনি। শুটিং স্টার ক্যান্ডেল সাধারণত মাইনর রিভার্সাল নির্দেশ করে। এক্ষেত্রে রিভার্স করলেও সূচকের খুব বেশি নিচে নামার সম্ভাবনা কম যেহেতু নিচেই সাপোর্ট লাইন রয়েছে। উল্লেখ্য বিগত কিছুদিন ধরে ভলিউম বৃদ্ধি পেয়েছে যা মূলত মার্কেটের প্রতি বায়ারদের আকর্ষণ বোঝায়। এটি সূচকের ইতিবাচক প্রবণতায় ভুমিকা পালন করছে।     আরও দেখুন-

রেজিস্টেন্সে বাঁধাগ্রস্থ হয়ে ট্রেন্ড লাইনে সূচকের অবস্থান


আরও পড়ুন:

বিষয়: