'বাজারে প্রোডাক্ট নিয়ে কাজ করার সময় এখন' - বিএসইসি চেয়ারম্যান
নিউজ ডেস্ক
68
প্রকাশিত: ০৫ জানুয়ারীফেব্রুয়ারি ২০১৮
স্টাফ রিপোর্টার: ২০১৯ সাল পুঁজিবাজারের জন্য উল্লেখযোগ্য বছর হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন। ৪ ডিসেম্বর, মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএসইসি কমিশন আয়োজিত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
তিনি বলেন, বাজার স্থিতিশীল এবং উন্নতির দিকে এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান অর্থমন্ত্রীর। তার নির্দেশনায় স্টক এক্সচেঞ্জ দ্রুত ডিমিউচ্যুয়ালাইজড করা হয়েছে। বাজারের ভিত্তি মজবুত হয়েছে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। বাজারে আইনগত ভিত্তি তৈরী হয়েছে। বর্তমানে সময় প্রডাক্ট নিয়ে কাজ করার জন্য উপযুক্ত। বাজার উন্নয়নের ধারাবাহিকতায় স্মল ক্যাপ ও ক্লিয়ারিং অ্যান্ড সেটেলম্যান্ট হাউজ গঠন করা হচ্ছে। এতে বাজার টেকসই হবে। ফিক্সড ইনকাম সিউরিটিজ চালু করতে পারলে মানুষ সঞ্চয়পত্রের দিকে আগ্রহ হারাবে। এতে বাজারমুখি হবে সাধারন মানুষ।
অর্থমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে অর্থমন্ত্রীর ভূমিকা অনস্বীকার্য। আমি যখন আইসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলাম তার কিছুদিন পর অর্থমন্ত্রীর সঙ্গে পরিচয় হয়। তিনি আমাকে সব সময় দিক নির্দেশনা দিয়েছেন। পরবর্তীতে বিএসইসির চেয়ারম্যান হলে তিনি পুঁজিবাজার সম্পর্কে সব সময় সহযোগিতা করেছেন। তার আত্মত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। তিনি পুঁজিবাজারের যেকোন প্রয়োজনে এগিয়ে এসেছেন।
খায়রুল হোসেন বলেন, পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এবং অডিটরদের কাজের সুবির্ধার্থে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল গঠন করা হয়েছে। একই সঙ্গে আস্থা ফিরে আসায় বাংলাদেশ এখন বিশ্বের বিনিয়োগকারীদের গন্তব্য হিসেবে পরিণত হয়েছে।
তিনি বলেন, বর্তমান সময়ে অর্থনীতির যে উন্নয়ন হয়েছে সেটা মুহিত স্যারের অবদান। আর এজন্য তাঁর নাম স্বর্নাক্ষরে লেখা থাকবে। তাকে বাদ দিয়ে উন্নয়নের ইতিহাস লেখা সম্ভব হবে না।
কমিশনার ড. স্বপন কুমার বালা বলেন, পুঁজিবাজার স্থিতিশীলতা হচ্ছে বাজারের প্রধান উন্নয়ন। আর বাজার স্থিতিশীলতার লক্ষ্যে অর্থমন্ত্রীর নিকট যেকোনো বিষয়ে আলোচনা করলে তিনি তাৎক্ষনিক সমাধান করে দিয়েছেন। একটি পুঁজিবাজার যে সামগ্রিক অর্থনীতিতে অবদান রাখতে পারে তা দেখিয়ে দিয়েছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাবেক কমিশনার আরিফ খান বলেন, একটা প্রবাদ আছে-বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমাদের অর্থমন্ত্রীর ফলেই পরিচয় দেখিয়ে দিয়েছেন। দেশের জিডিপি গ্রোথ, এক্সপোর্ট, করপোরেট গভর্ণ্যান্সের দিকে তাকালে বোঝা যায় অর্থমন্ত্রীর অবদান কতটুকু। পুঁজিবাজারে চায়না কনসোর্টিয়ামের অংশগ্রহনও কিন্তু অর্থমন্তীর অবদান।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে কমিশনের নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ বলেন, অর্থমন্তী আমাদের পিতৃসম। তিনি ২০১০ সালে পুঁজিবাজারের ধসের সময় পাশে না দাঁড়ালে ঘুরে দাঁড়ানো সম্ভব হতো না। সেই সময় আমরা সারাদিন কাজ করে বিধ্বস্ত অবস্থায় স্যারের (অর্থন্ত্রী) বাসায় যেতাম। যখন যে কাজের জন্য যেতাম তা সমাধান করে দিতেন তিনি। কখনও খালি হাতে ফিরতে হয়নি আমাদের।
অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান ড. মোঃ খায়রুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিএসইসির কমিশনার, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
প্রথম সংবাদ সম্পর্কিত আরও
অর্থনৈতিক অঞ্চলে আমিরাতের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
১৩ জুন ২০২৪
লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো বাংলাদেশ ফাইন্যান্স
১২ জুন ২০২৪
পুঁজিবাজার গতিশীল রাখতে ভালো আইপিওর বিকল্প নেই: ডিবিএ প্রেসিডেন্ট
১১ জুন ২০২৪
ডিএনএ লজিক ডিজাইনের নতুন সম্ভাবনা নিয়ে ড. হাসান বাবুর আন্তর্জাতিক প্রকাশনা
১০ জুন ২০২৪
মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী
০৮ জুন ২০২৪
অতালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর কমলো
০৬ জুন ২০২৪