ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন লংকাবাংলা ফাইন্যান্সের


নিউজ ডেস্ক
82

প্রকাশিত: ২৭ জানুয়ারীজানুয়ারী ২০১৮
৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন লংকাবাংলা ফাইন্যান্সের



স্টাফ রিপোর্টার:  নন-কনভারটেবল সাব-অর্ডিনেটেড বন্ড নামে লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, যার মেয়াদ হচ্ছে ৬ বছর। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে-নন-কনভার্টেবল, ফুলি রেডিম্বেল, আনসিকিউর্ড, আনলিস্টেড সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি শুধুমাত্র ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানিসমূহ, আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। লংকাবাংলা ফাইন্যান্স এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে টাইয়ার টু ক্যাপিটাল বেস এর শর্ত পূরণ করবে। উক্ত বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ট্রাস্টি এবং ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করছে যথাক্রমে রুটস ইনভেস্টমেন্ট এবং গ্রণ ডেল্টা ক্যাপিটাল লিমিটেড লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: