ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

দর বৃদ্ধির শীর্ষে এম.এল ডাইং


নিউজ ডেস্ক
76

প্রকাশিত: ২৭ জানুয়ারীজানুয়ারী ২০১৮
দর বৃদ্ধির শীর্ষে এম.এল ডাইং



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার (২৭,নভেম্বর) ৯.৯০ শতাংশ বা ৪ টাকা ১০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দাম বাড়ার শীর্ষে (টপটেন গেইনার) উঠে এসেছে এম.এল ডাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী, ২৭ নভেম্বর,১৮ শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৫০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩৬৫ ট্রেডে ৯ লাখ ৮২ হাজার ৪৩৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৪৫ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪৩ টাকা ৫০ পয়সা থেকে ৪৫ টাকা ৫০ পয়সায় মধ্যে উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১০ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৪৮ টাকা ২০ পয়সা। গেইনারে ৯.৮৬ শতাংশ বা ১ টাকা ৫০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেড। গেইনারে ৮.৬০ শতাংশ বা ১৮ টাকা ৪০ পয়সা শেয়ার প্রতি দাম বৃদ্ধি পেয়ে তৃতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড.। [caption id="attachment_6884" align="alignnone" width="1004"] ডিএসই[/caption] গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-স্যালভো কেমিক্যাল, ওয়েস্টার্ন মেরনি শিপইয়ার্ড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, ড্যাফোডিল কম্পিউটার্স, মুন্নু জুট স্ট্যাফলার্স ,গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড।

আরও পড়ুন:

বিষয়: