ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

লুজারের শীর্ষে এটলাস


নিউজ ডেস্ক
65

প্রকাশিত: ২৭ জানুয়ারীজানুয়ারী ২০১৮
লুজারের শীর্ষে এটলাস



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার (২৭,নভেম্বর) ১১.২৫ শতাংশ বা ১৫ টাকা ১০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে এটলাস বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী,২৭ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ১১৫ টাকা ৫০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪২৩ ট্রেডে ৫৯ হাজার ৮৬০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ১১৫ টাকা ১০ পয়সা থেকে ১২১ টাকা ৮০ পয়সায় মধ্যে  উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১০৮ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ১৭৪ টাকা ৬০ পয়সা। লুজারে ৭.৭৩ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে ওয়াইম্যাক্স লিমিটেড। লুজারে ৭.৩৫ শতাংশ বা ১ টাকা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে জুট স্পিনিং লিমিটেড। [caption id="attachment_6881" align="alignnone" width="1005"] ডিএসই[/caption] লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম টেক্সটাইল,  ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, ফার্মা এইডস, জিপিএইচ ইস্পাত, সমতা লেদার, শাহজালাল ইসলামী ব্যাংক।

আরও পড়ুন:

বিষয়: