ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

দর পতনের শীর্ষে কোহিনূর কেমিক্যাল


নিউজ ডেস্ক
75

প্রকাশিত: ২৫ জানুয়ারীজানুয়ারী ২০১৮
দর পতনের শীর্ষে কোহিনূর কেমিক্যাল



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)রবিবার (২৫,নভেম্বর) ১৯.১৪ শতাংশ বা ৯০ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে কোহিনূর কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী,২৫ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ৩৭৮ টাকা ২০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৩২ ট্রেডে ২৫ হাজার ৮০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৩৭৫ টাকা ০০ পয়সা থেকে ৪০৭ টাকা ০০ পয়সায় মধ্যে  উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ৩৬৫ টাকা ০০ পয়সা ও সর্বোচ্চ ৫০৭ টাকা ০০ পয়সা। লুজারে ১৭.৫৮ শতাংশ বা ৩৯ টাকা ৭০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড। লুজারে ১৭.১৪ শতাংশ বা ৭ টাকা ৫০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে এমএল ডাইং লিমিটেড। [caption id="attachment_6724" align="alignnone" width="1206"] ডিএসই[/caption] লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-ফরচুন সুজ, খুলনা পাওয়ার, এসকে ট্রিমস, কাট্টালি টেক্সটাইল, মিথুন নিটিং, সিলভা ফার্মা, স্টাইলক্রাফটKOHINOOR

আরও পড়ুন:

বিষয়: