ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

প্রথম প্রান্তিকে খাদ্য খাতে মিশ্র অবস্থা


নিউজ ডেস্ক
91

প্রকাশিত: ২৩ জানুয়ারীজানুয়ারী ২০১৮
প্রথম প্রান্তিকে খাদ্য খাতে মিশ্র অবস্থা



স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) খাদ্য খাতে ৫৩.৮৫% কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। ইপিএস বৃদ্ধির দিকে থেকে শীর্ষে রয়েছে বঙ্গজ লিমিটেড। কোম্পানিটি নেগেটিভ ইপিএস থেকে অনেক শক্তি নিয়ে পজিটিভ ইপিএসের ঘরে পা রেখেছে। তবে মেঘনা পেট এবং মেঘনা কন্ডেনসড মিল্কের ইপিএস বৃদ্ধি পেলেও কোম্পানিগুলো নেগেটিভ ইপিএসের ঘরে রয়েছে। উল্লেখ্য, এএমসিএল প্রাণ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও এমারল্ড ওয়েলের ১ম প্রান্তিক প্রকাশিত না হওয়ায় এবং ব্যাটবিসি ডিসেম্বর ক্লোজিং হওয়ায় কোম্পানিগুলোকে গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়নি। আরও দেখুন-

আইটি খাতে প্রথম প্রান্তিকে ৭৫% কোম্পানির ইপিএস বৃদ্ধি


আরও পড়ুন:

বিষয়: