ঢাকা বৃহস্পতিবার
২১ জানুয়ারীজানুয়ারী ২০২৪
০৬ জুন ২০২৪

দর পতনের শীর্ষে ওয়াটা কেমিক্যালস


নিউজ ডেস্ক
78

প্রকাশিত: ২২ জানুয়ারীজানুয়ারী ২০১৮
দর পতনের শীর্ষে ওয়াটা কেমিক্যালস



স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)বৃহস্পতিবার (২২নভেম্বর) ১৬.৯৫ শতাংশ বা ৯১টাকা ৯০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দাম কমার শীর্ষে (টপটেন লুজার) উঠে এসেছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্র অনুযায়ী,২২ নভেম্বর শেয়ারটি সর্বশেষ ৪৬৯ টাকা ০০ পয়সা দামে লেনদেন হয়। এদিন কোম্পানিটি তিন হাজার ৩৯২ ট্রেডে ৪ লাখ ৯৮ হাজার ১৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ কোটি ৫৯ লাখ টাকা। ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ বাজারমূল্য ৪৩০ টাকা ০০ পয়সা থেকে ৪৬৯ টাকা ২০ পয়সায় মধ্যে  উঠানামা করছে। গত এক বছরে ডিএসইতে এর সর্বনিম্ন দর ছিল ১৯১ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ৫৬৩ টাকা ৭০ পয়সা। লুজারে ১৪.২৮ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা শেয়ার প্রতি দাম কমে দ্বীতীয় স্থানে রয়েছে আর. এন. স্পিনিং মিলস্‌ লিমিটেড। লুজারে ১২.৩২ শতাংশ বা ১৮২ টাকা ৬০ পয়সা শেয়ার প্রতি দাম কমে তৃতীয় স্থানে রয়েছে লিব্রা ইনফিউশনস লিমিটেড। [caption id="attachment_6647" align="alignnone" width="1005"] ডিএসই[/caption] লুজারের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো-জেমিনি সী ফুড, নাহি অ্যালুমিনিয়াম, ফার কেমিক্যাল,  জুট স্পিনিং, নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং, শ্যামপুর সুগার, দুলামিয়া কটন।

আরও পড়ুন:

বিষয়: