ঢাকা মঙ্গলবার
২১ মে ২০২৪
১৩ মে ২০২৪

সূচকে বুলিশ ইঙ্গিত, তবে আসন্ন বাঁধা এখনও বর্তমান


নিউজ ডেস্ক
68

প্রকাশিত: ২০ জানুয়ারীজানুয়ারী ২০১৮
সূচকে বুলিশ ইঙ্গিত, তবে আসন্ন বাঁধা এখনও বর্তমান



স্টাফ রিপোর্টার: গত কালকের ডোজি ক্যান্ডেলের পর আজ ১৯ নভেম্বর, মঙ্গলবার সূচকে বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করা গেছে। তবে ট্রেন্ড লাইন ও রেজিস্টেন্সের বাঁধা এবং মার্কেট সাইড লাইনে থাকায় বুলিশ অবস্থা কতটুকু শক্তিশালী হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। টেকনিক্যাল এনালাইসিস অনুযায়ী ডোজির পর বুলিশ ক্যান্ডেল সাধারণত বুলিশ অবস্থারই ইঙ্গিত বহন করে। মধ্যবর্তী ট্রেন্ড লাইন অতিক্রম করে সূচক আজ রেজিস্টেন্সে বাঁধাগ্রস্থ হয়েছে। আগামিতে যদি সর্বশেষ ট্রেন্ড লাইন এবং রেজিস্টেন্স অতিক্রম করে উপরে উঠে যেতে পারে তাহলে সূচক শর্ট টার্মে আপ ট্রেন্ডে চলে যাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অবশ্য এক্ষেত্রে ভলিউমের পরিমাণও আনুপাতিকহারে বৃদ্ধি পেতে হবে। এদিকে আজ হাইকিন আশি চার্টে অনেকদিন পর বুলিশ ক্যান্ডেল লক্ষ্য করা গেছে যা মূলত মার্কেটে আসন্ন বুলিশ অবস্থারই ইঙ্গিত বহন করছে। আরও দেখুন-

আইটি খাতে প্রথম প্রান্তিকে ৭৫% কোম্পানির ইপিএস বৃদ্ধি

সাইড লাইনে সূচক, ডোজি ক্যান্ডেলে অনিশ্চয়তার ছাপ


আরও পড়ুন:

বিষয়: